ওসাকায় মেহজাবীনের সাবা

নিউজ ডেস্কঃ

মেহজাবীন চৌধুরী 

জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে,'সাবা'। ছবির পরিচালক মাকসুদ হোসাইন বলেন, 'ওসাকায় সিনেমার তিনটি প্রদর্শনী হবে। 'উৎসবে আমি অংশগ্রহণ করব।' উৎসব শুরু হবে ১৪ মার্চ, চলবে ২৩ মার্চ পর্যন্ত। পরিচালক বলেন, 'সাবা প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা 'সাবা' সিনেমা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন