পয়লা বৈশাখে শুটিংয়ে মিমি

 প্রচারঃ ১০ঃ ৫০, ১৬ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মিমি চক্রবর্তী 

পয়লা বৈশাখেও ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিমি চক্রবর্তী। তিনি 'রক্তবীজ - ২' ছবির শুটিং করেছেন। সেটেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মিমির কথায় - নববর্ষে খাওয়া দাওয়া আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু পয়লা বৈশাখ বলে নয়, আমি বরাবরই খাদ্যরসিক। কিন্তু যেদিন থেকে নিরামিশাষী হয়ে গেছি, সেদিন থেকে অবশ্য আমার খুব একটা খাওয়া হয় না। অগত্যা মিস্টিটাই এখন আমার কাছে সবচেয়ে প্রিয়। নতুন বছরের শুরুটা হলো মিস্টি দিয়েই।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...