প্রচারঃ ৬ঃ৩৫, ২১ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত 'ব্যাচেলর পয়েণ্ট' নাটকের অন্যতম কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করা চরিত্র রোকেয়া, যা দর্শকদের অতি প্রিয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে কাবিলার প্রমোশনাল ভিডিও। সেখানে নির্মাতা অমির কাছে কাবিলা জানিয়েছেন, তিনি দেশ - বিদেশে গেলে দর্শকরা তাঁর কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়াকে বেশি দেখতে চায়। এমনকি বিদেশিরাও কাবিলার সঙ্গে রোকেয়াকে খোঁজেন ! এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়েছে কাবিলা। অমি প্রশ্ন রাখেন, রোকেয়াকে আনলে ইভার কী করব ? দুটি চরিত্র কিভাবে থাকবে ? উত্তরে কাবিলা বলেন, আমি আছি না ! কাবিলার যদি দুটি গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কীভাবে ? আমার রোকেয়া - ইভা দুজনকেই লাগবে। আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট বেশি। প্লিজ আমার দুজনকেই লাগবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন