মাকে নিয়ে সামিনা ও মুরাদ নূরের গান

  প্রচারঃ ১২ঃ ৬, ০৯ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিনা চৌধুরী ও মুরাদ নূর 

মাকে নিয়ে নতুন একটি গান গেয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গাড়ির শিরোনাম 'নাড়ির বন্ধন'। এটি লিখেছেন কামরুল নান্নু সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি মা দিবসে প্রকাশ হবে বলে জানিয়েছেন সুরকার। এ গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, 'মাকে নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে।' আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন । মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ বুঝানোর মতো নয়। পৃথিবীর সব মা কে উৎসর্গ করলাম এ গান। তিনি আরও বলেন, "মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু গান আছে। এর মধ্যে 'মেঘবরষা'  শিরোনামের একটি গান বেশ প্রশংসিত। তরুণদের মধ্যে সে ভীষণ মেধাবী। শৈল্পিক ষ্টুডিওর  আড্ডায় পরিকল্পনা হয়। আমরা মাকে নিয়ে গান করব, সব কিছুর দায়িত্বই নূরকে দেই, সে প্রত্যাশার মতোই করেছে ।  মুরাদ নূর বলেন, 'আমার মা-ও বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি, এটাই আমার স্বার্থকতা ; আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারা আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...