সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল 

নতুন ছবি 'মা' - এর সাফল্য কামনায় আজ বৃহস্পতিবার সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালী  মন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। পূজা দিয়ে তিনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে মুম্বাইয়ে। গতকাল বুধবার রাতে কলকাতায় এসেছেন কাজল। কাজল আজ সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণেশ্বর মন্দিরে গেলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কাজল তাদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান। মন্দিরে পূজা দিয়ে বের হয়ে এসে জানান, মা ভবানীর কাছে তিনি তাঁর আগামী ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। কাজল মন্দিরে এসেছিলেন শাড়ি পরে, একেবারে বাঙালি বেশে। কাজল 'মা' ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জীতিন গুলতি, গোপাল সিং প্রমুখ। ছবিটি নির্মাণ করছে অজয় দেবগন ফিল্মস।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল  নতুন ছবি 'মা...