ফারিয়া শাহরিনের আক্ষেপ

 প্রচারঃ ৩ঃ৪৫, ০৫ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

ফারিয়া শাহরিন

অভিনেত্রী ফারিয়া শাহরিনের আক্ষেপ মিডিয়ার 'সুগার ড্যাডি' নিয়ে। তিনি নিজে 'সুগার ড্যাডি'র পক্ষে নন। কাজল আরেফিন অমির 'ব্যাচেলর পয়েন্ট' নাটকে 'অন্তরা' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। তাই ফারিয়ার চেয়ে এখন অন্তরা নামেই তাঁকে বেশি চেনে দর্শকরা। বিগত কয়েক বছরে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে 'ব্যাচেলর পয়েন্ট' ফ্যাঞ্চাইজি। ইতিমধ্যে চারটি ধারাবাহিক দেখে ফেলেছে দর্শকরা, এবার আসছে এর সিজন ফাইভ। আর সেখানেও এবার দেখা যাবে অভিনেত্রী শাহরিনকে। সম্প্রতি ফারিয়া শাহরিন জানালেন, নায়িকাদের সংসার কেন টেকে না, এর বাইরে মিডিয়াতে অভিনেত্রীদের নিয়ে ওঠা নানা বিতর্ক নিয়েও মুখ খোলেন তিনি, বিশেষ করে অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে ওঠে নানান কথা। সে বিষয়ে ফারিয়া বোঝাতে চাইলেন, অন্যদের মত তাঁর নিজের এখানো গাড়িবাড়ি নেই। ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা খুবই সত্যি। কিন্তু বাংলো,গাড়িবাড়ি - আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না, যদি না 'সুগার ড্যাডি' থাকে। আমার  ভবিষ্যতেও কোন 'সুগার ড্যাডি' হওয়ার সম্ভাবনা একশো ভাগই নেই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...