মৌ খানের 'চাইল্ড অব দ্য স্টেশন'

 প্রচারঃ ১০ঃ৫৫, ২৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

মৌ খান 

এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু। এখন সিনেমায় নিয়মিত অভিনয় করছেন মৌ। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ছোট পর্দায়ও। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত 'ব্যাড বাজ পোলাপান' শিরোনামের একটি নাটকের। সামনে আরও একাধিক নাটক - সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানা গেছে। এদিকে, এই নায়িকার নির্মাণাধীন রয়েছে 'চাইল্ড অব দ্য স্টেশন' নামের একটি সিনেমা। চলতি বছরের মার্চে সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । শিগগিরই বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন মৌ। মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে সিনেমার গল্প। শ্রাবণী চরিত্রে অভিনয় করেছি । বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে । চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...