প্রচারঃ ১ঃ৫৫, ০৩ জুলাই, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
শ্রীলালা |
এবার নিজের দাম বাড়ালেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। "পুস্পা ২"- এ শুধু 'কিসিক' - এ পারফর্ম করার জন্য ২ কোটি টাকা পারিশ্রামিক নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে এর আগে তিনি গোটা ছবির জন্য ৩ ়৫ - ৪ কোটি টাকা নিতেন। শুধু একটা গানেই ২ কোটির দর হাঁকিয়েই থামেননি শ্রীলীলা। বিনোদন জগতের অন্দরে গুঞ্জন, এখন নাকি নিজের পারিশ্রামিক দুই গুণ বাড়িয়েছেন অভিনেত্রী। প্রায় ৭ কোটির দর হাঁকিয়েছেন শ্রীলীলা। এদিকে অখিল আক্কিনেনির আগামী ছবি 'লেলিন' থেকে নাকি সরে দাঁড়িয়েছেন তিনি। এর কারণ ছবির পারিশ্রামিক বাড়ানো নিয়ে সমস্যা। প্রসঙ্গত, অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩' ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এ খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছিল নতুন জুটিকে নিয়ে। এ ছবিতে শ্র্রীলীলাার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এ মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি কার্তিক - শ্রীলীলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন