প্রচারঃ ১ঃ ১১, ১০ জুলাই, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
শাকিব খান |
আগামী বছরের ঈদুল ফিতর উপলক্ষে নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের মেগাষ্টার শাকিব খান। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক আলোচনা। বিশেষ করে শাকিবের পারিশ্রামিক নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়েছে। শাকিব খান এই ছবির জন্য পারিশ্রামিক নিচ্ছেন তিন কোটি টাকা, এমন কথা প্রচার করা হচ্ছে । তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি গণমাধ্যমকে বলেন, 'ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা খুশি লিখে দিলেই সেটা সত্যি হয়ে যায় না। দর্শকদের অনুরোধ করব,গুজবে কান দেবেন না।'
শাকিবের পারিশ্রামিক ও সাইনিং মানি নিয়ে প্রশ্ন করা হলে আবু হায়াত মাহমুদ জানান, 'এই মুহূর্তে আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। যেটুকু জানানো প্রয়োজন, আমরা তা ইতিমধ্যে জানিয়েছি।' সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে মধুমিতা সরকার থাকবে কি না সে বিষয়টিও স্পষ্ট করলেন না পরিচালক। তিনি আরও সময় নিয়েছেন সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণার জন্য। এদিকে নানা সূত্রে জানা গেছে, শাকিব খান বর্তমানে সিনেমা প্রতি দেড় কোটির বেশি পারিশ্রামিক নিচ্ছেন। নতুন সিনেমার চুক্তির পর এই পারিশ্রামিক দুই কোটির বেশি হয়েছে। যদিও ঠিক কত বেশি, তা স্পষ্টভাবে জানা যায়নি। সূত্রটি আরও জানায়, সাইনিং মানি হিসেবে শাকিব খান বর্তমানে প্রায় এক কোটি টাকা নিচ্ছেন,যা ঢালিউডে এক ধরণের রেকর্ড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন