আবেদনময় দুই লুকে নতুন করে নজর কাড়লেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা

 প্রচারঃ ২ঃ ১৫ , ২১ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মাহিয়া মাহি 

একসময় একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউড কাঁপিয়েছেন মাহিয়া মাহি।  'ভালোবাসার রং' সিনেমার মাধ্যমে শুরুটা, এরপর নায়িকা হিসেবে টানা কাজ, আবার রাজনীতির ময়দানেও দেখা গেছে তাঁকে। যদিও এখন বড় পর্দায় অনুপস্থিত; তবে মাহি নিজের অস্তিত্ব জানান দেন সোশ্যাল মিডিয়ায় - ষ্ট্যাটাস আর ছবি শেয়ারের মাধ্যমে। একাধিক ব্যক্তিগত অধ্যায়ের ভেতর দিয়ে যাওয়া এই তারকা বারবার ফিরে এসেছেন নতুন রূপে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা আর ট্রেন্ড অনুযায়ী নিজেকে সাজিয়ে তোলার দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। ইনষ্টাগ্রামে পোষ্ট করা দুটি লুকই বলে দিচ্ছে মাহি এখনো ফ্যাশনে সচেতন, তিনি জানেন কীভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...