জন্মদিনে কী কী উপহার পেলেন শ্রাবন্তী

 প্রচারঃ ১০ঃ০৫, ১৩ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়। ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছে। বুধবার (১৩ আগস্ট) এ  অভিনেত্রীর জন্মদিন। এর জন্য আজ সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন পেয়েছেন তিনি।  ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাত থেকে তার বাড়িতে অতিথিদের আনাগোনা। কেউ এনেছেন কেক,কেউ আবার উপহারে ভরিয়েছেন টলিপাড়ার নায়িকাকে। পাশাপাশি একের পর এক শুভেচ্ছার ফোন। এ দিন কাজ, বিতর্ক রাজনীতি কোনো  কিছু  নিয়ে কথা বলতে রাজী নন শ্রাবন্তী। বিশেষ দিনে শুধুই খাওয়া - দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানোয় তার লক্ষ্য। শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যপার নেই । কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যপার।

অভিনেত্রী জানালেন, তার নাকি আসলে দুটো জন্মদিন। তার কথায়, 'আমার দুটো জন্মদিন।  একটা ১৩ আগস্ট নিজের। আর ১৪ আগস্ট মা হিসাবে আমার জন্ম হয়েছিল। এ দিন আমার ছেলের জন্মদিন। তার পরেই আবার স্বাধীন ভারতের জন্ম। সব মিলিয়ে এ তিনদিন বরাবরই উদযাপনের মধ্যে দিয়েই কাটে আমার।' জন্মদিন উপলক্ষে শ্রাবন্তীর বাড়িতেই রয়েছেন তার মা - বাবা ও দিদি। তিনি বলেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...