ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্চা চলছে বিটাউনে। শুক্রবার খবর আসে, সুনীতা গত বছরের ডিসেম্বর মাসে বান্দ্রা পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে  ব্যাভিচার, প্রতারণা আর নির্যাতনের কথা। এমন আলোচনার মাঝেই হঠাৎই মুম্বাই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দকে। সাদা পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলো তার পুরো টিমও। পাপারাজ্জিদের দেখে হাত নেড়ে অভিবাদন জানান, এমনকি চুম্বন ছুড়ে দেন; তারপর স্বাভাবিকভাবেই বিমানবন্দরের ভেতরে চলে যান অভিনেতা। পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিডিয়াকে এড়িয়ে চলার কোনো তাড়া ছিল না তার। বরং কিছু ছবি তোলার পর ধীরেসুস্থেই  ভেতরে প্রবেশ করেন। এদিকে হাটারফ্লাই - এর খবরে বলা হয়েছে, সুনীতা এখন পর্যন্ত প্রতিটি শুনানিতে আদালতে হাজির  থেকেছেন, কিন্তু গোবিন্দ একবারও যাননি। এ কারণেই তাদের ডিভোর্সের গুঞ্জন আরও জোরালো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...