মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন !

 প্রচারঃ ১১ঃ ০২, ৯ আগষ্ট, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মেহজাবীন চৌধুরী 


ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক দশকেরও বেশী সময় ধরে শোবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট। নাটক,বিজ্ঞাপন,ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত 'মেহজাবীন' নয় ! এছাড়াও পরিবারেও তাকে 'মেহজাবীন' বলে ডাকা হয় না, রয়েছে অন্য নাম। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানালেন, যাকে সবাই 'মেহজাবীন' বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ 'মেহজাবী' - যেখানে শেষের 'ন' উচ্চারিত হয় না। মেহজাবীন বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।'   


অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে 'জেনিফার' নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম 'জেনি', আর ভক্তরা ভালোবেসে তাকে 'মেহু' নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...