২২ দিনে কত আয় করল 'ধূমকেতু'

 প্রচারঃ ১০ঃ১০, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

দেব ও শুভশ্রী 

মুক্তির পর থেকে ২২ দিনে 'ধূমকেতু'র মোট আয়ের পরিমাণ কত, তা দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রযোজক রানা সরকার। তার দেওয়া তথ্য অনুসারে, ছবিটি মোট ২৩ ়৭৯ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই ২ কোটির বেশি টাকা ঘরে তুলেছিল ছবিটি, যা অ্যাডভান্স বুকিংয়ের ইতিবাচক ইঙ্গিত বহন করছিল। প্রথম চার দিনেই এর আয় ছাড়িয়েছিল ১০ কোটি টাকা, এবং দ্বিতীয় সপ্তাহে তা ২১ ়৩৬ কোটিতে পৌঁছায়।

তবে বক্স অফিস আয়ের এই তথ্য প্রকাশ করতে গিয়ে প্রযোজক রানা সরকার একটি রহস্য রেখেছেন। তিনি তার পোস্টে দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করলেও, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করেননি। এতে করে আবারও দেব - শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

পোস্টের ক্যাপশনে রানা সরকার লিখেছেন, '৩০ পার হবে কি? ' তিনি বলেছিলেন যদি ছবিটি ৩০ কোটি টাকার বেশি আয় করে, তবেই 'দেশু' চরিত্রটি ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, ৩০ কোটির মাইলফলক কি ছুঁতে পারবে 'ধূমকেতু'?  আর যদি তা হয়, তাহলে কি দর্শকরা ফের 'দেশু' ম্যাজিক দেখতে পাবে ? প্রসঙ্গত, একসময় পর্দার বাইরেও দেব - শুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট, যা পরে বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। যদিও বিচ্ছেদের পরই তারা 'ধূমকেতু'তে কাজ করেছিলেন কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি ১০ বছর আটকে ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শক মহলে নস্টালজিয়া ফিরে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

২২ দিনে কত আয় করল 'ধূমকেতু'

 প্রচারঃ ১০ঃ১০, ০৭ সেপ্টেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ দেব ও শুভশ্রী  মুক্তির পর থেকে ২২ দিনে 'ধূমকেতু'র মোট আয়ের পরিমাণ কত, তা দর্শকদের...