ভেবেছিলাম ৩০ - এর পর বিয়ে - সংসার করবঃ তামান্না ভাটিয়া

 প্রচারঃ ২ঃ২০, ২৯ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তামান্না ভাঁট 

নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ ২' - এ  সুজয়  ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুন ভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর 'স্ত্রী ২' সিনেমার 'আজ কি রাত' গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে। তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা  অভিনেত্রীদের সাধারণত "সাইড চরিত্রে" সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকর ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে। তার ভাষায়, আমি ভেবেছিলাম - এখন কাজ শুরু করব, ৩০ এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গীও। তামান্না বলেন, ২৭ - ২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন - এটা বুঝি না ! বয়স যেন কোনো রোগ ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন ? অভিজ্ঞতা, পরিপক্কতা - সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে। আগামী দিনে তামান্নাকে দেখা যাবে 'ও রোমি', 'ভ্যান - ফোর্স অব দ্য ফরেস্ট', এবং  'নো এন্ট্রি ২'  - সহ বেশ কয়েকটি সিনেমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...