দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

 প্রচারঃ ১২ঃ৩৪, ০৪ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ডপে বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে  অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। দূর্গাপুজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মন্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, "এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দূর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।" শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুল্কা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়।

অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব - এ অভিনেত্রী পল্লবী চট্রোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল - এ স্বস্তিকা চট্রোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব - এ  অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল - এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল - এ  অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি - তে সিঁদুর খেলায় মাতালেন কোয়েল মল্লিক। মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল - এ  সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড় - সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল - পাড় - হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...