দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বিদ্যা সিনহা মিম 

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্টোবর মাসে টালিউডের 'মানুষ' ছবিতে জিতের বিপরীতে শেষবার তাকে দেখা গেছে। এরপর সরকারি অনুদানের 'দিগন্তে ফুলের আগুন' ছবির শুটিং করলেও মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনে অংশ নিয়ে মিম জানান, ২০২৬ সালকে তিনি নিজের কামব্যাকের বছর হিসেবে দেখছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরই নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে সিনেমা হলে হাজির হবেন। সূত্র জানায়, মিম ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করতে চান না তিনি। এছাড়া আরও কয়েকটি সিনেমা ও সিরিজের কাজ হাতে রয়েছে। বিরতির সময়েও প্রস্তাবের ঘাটতি ছিল না বলে জানিয়েছেন মিম। তিনি ইচ্ছে করেই সময় নিয়েছিলেন, ভালো মানের প্রজেক্টে কাজ করার জন্য।

মিমের ক্যারিয়ারের উজ্জ্বল সময় গুলোর মধ্যে রয়েছে ২০২২ সালে ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর 'পরান' এরপর 'দামাল', দীপংকর দীপনের 'অন্তর্জাল' সিনেমা এবং সানি সানোয়ারের ওয়েব সিরিজ 'মিশন হান্টডাউন'। দর্শকরা এবার নতুন সিনেমা ও ওয়েব সিরিজে মিমের অভিনয়কে আবারও পেতে উচ্ছ্বসিত। 

 

নতুন ৪ ছবিতে মিমি, ভক্তরা বলেছেন

 আপডেটঃ ১ঃ০৫, ২৩ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও জনপ্রিয়, গত বছর শাকিব খানের বিপরীতে 'তুফান' সিনেমায় অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে এ দেশের দর্শকের। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য 


 

                      আজ বিকেলে নতুন চারটি ছবি পোষ্ট করেছেন মিমি, ছবিগুলোতে তাঁকে 
                    দেখা যাচ্ছে ফিউশন ষ্টাইল লেহেঙ্গায়। অভিনেত্রীর ফেসবুক থেকে  

 

               মাত্র এক ঘন্টায় ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার।                                           অভিনেত্রীর ফেসবুক থেকে 


    তার নতুন ছবিগুলোর প্রশংসা করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, 'অসাধারণ'।
              আবার কেউ লিখেছেন, 'দারুণ লাগছে আপু।' অভিনেত্রীর ফেসবুক থেকে  

মিমিকে সর্বশেষ দেখা গেছে এবার পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমা
 'রক্তবীজ ২' - এ। অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে  





লিজার নেই অধিকার

 প্রচারঃ ৯ঃ১২, ০৩ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সানিয়া সুলতানা লিজা 

একক গান ও স্টেজ শো  নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানিয়া সুলতানা লিজা। মাঝে ব্যাক্তিগত কারণে গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। বিরতির পর এবার নতুন গান নিয়ে ভক্তদের মধ্যে হাজির হলেন লিজা। গানের শিরোনাম 'নেই অধিকার'। এটি লিখেছেন র‍্যাপার তৌফিক আহমেদ এবং সুর - সংগীত করেছেন হৃদয় খান। সম্প্রতি লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, 'এটি হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প , যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। আশা করি, গানটি শ্রোতা - দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি বলতে, গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ, আমি যে, ধরণের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে গানটি আমার ভালো লেগেছে।

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...