লিজার নেই অধিকার

 প্রচারঃ ৯ঃ১২, ০৩ নভেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সানিয়া সুলতানা লিজা 

একক গান ও স্টেজ শো  নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানিয়া সুলতানা লিজা। মাঝে ব্যাক্তিগত কারণে গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। বিরতির পর এবার নতুন গান নিয়ে ভক্তদের মধ্যে হাজির হলেন লিজা। গানের শিরোনাম 'নেই অধিকার'। এটি লিখেছেন র‍্যাপার তৌফিক আহমেদ এবং সুর - সংগীত করেছেন হৃদয় খান। সম্প্রতি লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, 'এটি হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প , যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই। আশা করি, গানটি শ্রোতা - দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। সত্যি বলতে, গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের। কারণ, আমি যে, ধরণের গান করি, সেখান থেকে বের হয়ে ভিন্ন কিছুর চেষ্টা করা হয়েছে। ভিডিওতে নির্মাতা আমাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে গানটি আমার ভালো লেগেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...