প্রচারঃ ১ঃ৫৮, ০১ নভেম্বর, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
| নোলক বাবু |
দীর্ঘ দেড় যুগের সংগীতযাত্রা নোলক বাবুর। তবে সাম্প্রতিক বছরগুলোতে যেন কিছুটা আড়ালে ছিলেন এ গায়ক। তবে এবার নতুন উদ্যমে ফিরেছেন নোলক বাবু। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন 'বিবর' নামে একটি সিনেমার গানে। শিরোনাম 'মনে আশার বাত্তি জ্বলে'। এর কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর করেছেন পুলক হাসান সুমন, সংগীতায়োজন করেছেন এন ফরহাদ। সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক। নতুন গান প্রসঙ্গে নোলক বাবু বলেন, "আমি গানের মানুষ, গান নিয়েই থাকি। অন্য কোনো কিছুতে মনোযোগ নেই । প্রতি মাসেই কিছু না কিছু কাজ করি। তবে অনেক দিন পর সিনেমার গানে কন্ঠ দিলাম। এটা নিয়ে আমি ভীষণ আশাবাদী। কথা,সুর আর সংগীত সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, শ্রোতাদের মনে জায়গা করে নেবে ।' মাঝে দীর্ঘসময় দেশের বাইরে থাকায় নিয়মিত গান প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। দেশে ফিরে আবারও নিয়মিত হচ্ছেন। নতুন ধারার গান, ভিন্ন আয়োজন এবং বৈচিত্র্যময় গায়কীতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাচ্ছেন নোলক বাবু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন