দীপিকাকে সমর্থন জানালেন কোয়েল

 প্রচারঃ ৩ঃ১০, ৩১ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

দীপিকা পাড়ুকোন ও কোয়েল  

সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘন্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। এর জেরে দুটি বিগ বাজেটের ছবি হাতছাড়া হয় তার। তারপরও নিজের সিদ্ধান্তে অনড় অভিনেত্রী। দীপিকার এই দাবিকে সমর্থন জানিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি বলেন, আমার মনে হয়, দীপিকার যখন সন্তান হয়, নতুন মা হিসেবে তিনি ৮ ঘন্টা কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি, এখানে অন্যায় চাওয়া কিছু নেই। তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েল বলেন, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘন্টার একটা খরচ থাকে। এ ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।

অভিনেত্রীর দাবি, একেক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়। কোয়েল বর্তমানে দুই সন্তানের জননী। পরিবার সামলে চলচ্চিত্রে কাজ করে চলেছেন সমান তালে। চলতি বছর একাধিক ছবি মুক্তি পেয়েছে এ  অভিনেত্রীর।

অরিজিৎ সিং কি ঢাকায় আসছেন

 প্রচারঃ ৩ঃ০৫, ৩০ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অরজিৎ সিং 

ঢাকায় আসছেন ভারতীয় সংগীত তারকা অরিজিৎ সিং, এমন খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। ট্রিপল টাইম কমিউনিকেশনস ও টিকিট টুমরো নামের দুটি প্রতিষ্ঠান তাকে নিয়ে কনসার্টের কথা জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে টিকিট টুমরো জানিয়েছে, 'অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা শীর্ষক' কনসার্টটি নিয়ে কাজ করছে তারা। তবে নাম না প্রকাশের শর্তে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, কনসার্টের বিষয়টি চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তা আরও বলেন, 'অরিজিৎ সিংয়ের সঙ্গে আমরা কয়েক দফায় যোগাযোগ করেছি। জাতীয় সংসদ নির্বাচনের আগে কনসার্টটি করার পরিকল্পনা নেই । আগামী বছরের শেষভাগে হতে পারে।' এর আগে ২০১৬ সালে আর্মি ষ্টেডিয়ামে 'অরিজিৎ সিং সিম্ফনি  অর্কেষ্ট্রা' শীর্ষক কনসার্টে গান করে গেছেন অরিজিৎ সিং।

১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অরিজিতের। ২০০৫ সালে ১৯ বছর বয়সে রিয়েলিটি শো 'ফেম গুরুকুল' দিয়ে পরিচিতি পান অরিজিৎ। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক। অরিজিৎ এখন বলিউড সিনেমার প্লেব্যাকের জন্য গান প্রতি ৮ থেকে ১০ লাখ রুপি নিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায়  প্রায় ১৫ লাখ টাকা। এছাড়া কনসার্টের জন্য নেন দেড় কোটি রুপি। গানের জন্য একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অরিজিৎ, ফিল্মফেয়ার পেয়েছেন সাতবার এবং ফিল্মফেয়ার বাংলায় সেরা গায়ক হয়েছেন তিনবার।

ভেবেছিলাম ৩০ - এর পর বিয়ে - সংসার করবঃ তামান্না ভাটিয়া

 প্রচারঃ ২ঃ২০, ২৯ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তামান্না ভাঁট 

নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ ২' - এ  সুজয়  ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুন ভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর 'স্ত্রী ২' সিনেমার 'আজ কি রাত' গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সি তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে। তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা  অভিনেত্রীদের সাধারণত "সাইড চরিত্রে" সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকর ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে। তার ভাষায়, আমি ভেবেছিলাম - এখন কাজ শুরু করব, ৩০ এর পর বিয়ে করে সংসার করব। কারণ, তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গীও। তামান্না বলেন, ২৭ - ২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন - এটা বুঝি না ! বয়স যেন কোনো রোগ ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার। তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন ? অভিজ্ঞতা, পরিপক্কতা - সবকিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে। আগামী দিনে তামান্নাকে দেখা যাবে 'ও রোমি', 'ভ্যান - ফোর্স অব দ্য ফরেস্ট', এবং  'নো এন্ট্রি ২'  - সহ বেশ কয়েকটি সিনেমায়।

যুক্তরাষ্ট্রে 'বেজবাবা ' সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ

 প্রচারঃ ১২ঃ১৮, ২৮ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আসিফ আকবর ও বেজবাবা সুমন 

দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড অর্থহীনের সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাবা সুমন আমেরিকার মঞ্চ মাতিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দেশটির বোস্টন শহরে কনসার্টে পারফর্ম করেন তারা। এ সফর সম্পর্কে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এ গায়ক। প্রায় ১৭ বছর পর মার্কিনমুলুকে গান পরিবেশন করলেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। অন্যদিকে প্রথমবারের মতো 'অর্থহীন' ব্যান্ড যুক্ত্ররাষ্ট্রে কনসার্ট করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেজবাবা সুমনের সঙ্গে মঞ্চ শেয়ারের অভিজ্ঞতা জানিয়েছেন আসিফ আকবর। উচ্ছ্বাস প্রকাশ করে সুমনের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এ সংগীত শিল্পী লিখেছেন -  ২৫ অক্টোবর শো ছিল আমেরিকার বোস্টন শহরে। 

বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিনরুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। তিনি বলেন, আমি সংগীতের মানুষ নই। তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণে আমার দায়বদ্ধতাও বেশি। কনসার্ট প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দ্বিতীয়বারের মতো বেজবাবা সুমনের সঙ্গে একমঞ্চে পারফর্ম করলাম। তিনি বলেন, সুমন ভাই সব সময় আমার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত থাকেন। আজও এর ব্যতিক্রম ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়য়ে আমার গান শুনেছেন। বেজবাবা সুমনের শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সংগীত জয়ে মুগ্ধতা প্রকাশ আসিফ আকবর বলেন, সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে এত ঝড় যাওয়ার পরও তিনি এমন আস্থায় অবিচল। এ ধরনের মানুষের জন্যই সঙ্গীত জগতটা এখনো ভালো লাগে। বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে ভালোবাসা জানান সঙ্গীতের যুবরাজ। 

প্রিয়াংকাকে কেন ইঁদুর বলেছিলেন শাহরুখ ?

 প্রচারঃ ৩ঃ৫০, ২৬ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া 


বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানের কোন বিষয়টি সবচেয়ে 'আবেদনময়', সে কথার অকপটে উত্তর দেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শাহরুখকে তিনি চোখে হারান, এ কথা বারবার স্বীকার করে নেন অভিনেত্রী। একসঙ্গে জুটি বাঁধার আগে থেকেই বলিউড বাদশার প্রতি ছিল তার মুগ্ধতা। সেই অভিনেত্রীকে ইঁদুর বলে মনে করতেন শাহরুখ। কিন্তু কেন ?  বলি বাদশাহ বরাবর গৌরী খানকে নিয়ে সংসারী। কিন্তু প্রিয়াংকা চোপড়াকে নিয়েও তার প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেই সময় তারা মালেশিয়ায় শুটিং করছিলেন। 'ডন' সিনেমায় প্রিয়াংকাকে 'জংলি বিল্লি' বলা হতো। 'ডন' সিনেমায় জুটি বেঁধেছিলেন দুই তারকা। 

'ডন' সিনেমার সেটেও শাহরুখের প্রতি মুগ্ধতা নিয়ে কোনো রাখঢাক ছিল না প্রিয়াংকা চোপড়ার। 'কফি উইথ করণ' অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, শাহরুখের কোন বিষয়টিতে সবচেয়ে বেশি যৌন আবেদন রয়েছে ? উত্তরে প্রিয়াংকা বলেছিলেন, সব কিছুতেই। ও আমার সবচেয়ে পছন্দের। ও সরাসরি চোখের দিকে তাকায়। ওর প্রতি বরাবরই মুগ্ধতা ছিল। ও অনুপ্রাণিত করে। অভিনেত্রী বলেন, সব কিছু ভালো লাগে এই মানুষটার। ওর কোন ভুল হতেই পারে না। সেই সময় শাহরুখের মুখেই ছিল সেই সংলাপ। কিন্তু বাস্তবেও কি প্রিয়াংকা জংলি বিড়ালের মতো ? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াংকাকে ইঁদুর বলেছিলেন শাহরুখ খান। উত্তরে দেশি গার্ল বলেছিলেন, আমি মোটেও ইঁদুর নই। একটা ভালো দেখতে পশুর সঙ্গে আমার তুলনা কর। তখন খোরগোশের সঙ্গে প্রিয়াংকার তুলনা করেছিলেন বাদশাহ। পরে অবশ্য শাহরুখ খান বলেছিলেন, আসলে আমি ওকে খুবই পছন্দ করি। ওর প্রতিভার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।

বাপ্পা রাজের সঙ্গে দীঘি

 প্রচারঃ ২ঃ০০, ২২ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বাপ্পারাজ ও দীঘি 

এ বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় 'বরবাদ'। শাকিব খানের সেই সিনেমা দিয়েই আলোচনায় আসেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই পরিচালক। সেসব নিয়ে খোলাখুলি মূখ না খুললেও এবার জানা গেল, সুনামগঞ্জের তাহেরপুরে শুটিং শুরু করেছেন। নতুন এ  সিনেমার  নাম 'বিদায়'। শোনা যাচ্ছিল, পরবর্তী সিনেমাও শাকিব খানকে নিয়েই করতে যাচ্ছেন মেহেদী হাসান। পরে আবার শোনা যায়, শাকিব নন, সিয়াম আহমেদ হবেন পরবর্তী সিনেমার নায়ক। এখন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার জানালেন, 'আমাদের "বরবাদ" -  পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে শুটিংয়ের কথা ছিল। আপাতত সে ছবিটি পরে করছি। এখন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি সহ বেশ কিছু তারকা নিয়ে "বিদায়" সিনেমার কাজ করছি।' সিনেমাটি দিয়ে  প্রথমবার একসঙ্গে বড় পর্দায় নাম লেখাচ্ছেন বাপ্পারাজ ও দীঘি।

সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে গত শুক্রবার সিনেমার শুটিং শুরু হয়েছে। সোমবার থেকে চলছে বাপ্পারাজের অংশের শুটিং। চেয়ারম্যানের ভূমিকায় তাকে দেখা যাবে। দীর্ঘদিন পর আবার সিনেমায় কাজ করছেন। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা জানান, আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে । তবে শুটিং করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন। শুটিং এ আরও যুক্ত হয়েছেন ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে। পরে মধ্যে প্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। জানা যায়, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সিনেমার প্রযোজক শাহরিন বলেন, 'অনেকেই বলবে, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব,আমাদের সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক গল্প। একই সঙ্গে সচেতনামূলক গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা হবে।' সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোন সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান প্রযোজক।

'গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল'

 প্রচারঃ ১২ঃ২৮, ১৯ অক্টোবর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

পরীমণি ও ইমরান মাহমুদুল 

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর পরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, 'তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।' 

মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীত শিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ। গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন গায়ক।    

দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম

 আপডেটঃ ২ঃ২০, ২৫ নভেম্বর, ২০২৫  অনলাইন ডেস্কঃ বিদ্যা সিনহা মিম  দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২০২৩ সালের অক্ট...