ভালোবাসার মানুষের জন্য মিথ্যে বলা অন্যায় নয়ঃ সালমান খান

 প্রচারঃ ১ঃ ৪৬, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সালমান খান 

ব্যাক্তিগত জীবনের নানা দিক নিয়ে বর্তমানে আলোচনায় বলিউডের সালমান খান। কয়েকদিন ধরে তার প্রেমজীবন, অবিবাহিত জীবন ও কুমারত্ব বেশ চর্চা চলছে। এরই মধ্যে তার আরও এক অভিমত নিয়ে ফের আলোচনা। সম্প্রতি টুইঙ্কল খান্নার শো 'টু মার্চ' - এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি '১০০% মিথ্যা' বলতে পারেন। টুইঙ্কল খান্না তাকে প্রশ্ন করেন, ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?' প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও, আলোচনার একপর্যায়ে সালমান তার অবস্থান পরিস্কার করেন।

তবে কিছুক্ষণ পর সালমান তার মত পাল্টে চূড়ান্ত মত জানান। বলেন, '১০০% আমি মিথ্যা বলব, আমার ভালোবাসার মানুষকে রক্ষার জন্য, যাই ঘটুক না কেন।' তার এই উত্তরে চমকে যান টুইঙ্কল। প্রেমিকা চলে গেলে কেন কাঁদা উচিত নয় - এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, 'ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কান্না করা ঠিক আছে। কিন্তু প্রেমিকা চলে গেছে বলে কেঁদে কূল না পাওয়াটা একটু বাড়াবাড়ি।' এই আলোচনাতেই তিনি আবারও নিজেকে 'ভার্জিন' বলে দাবি করেন।  

আক্ষেপ ঘুচল শাহরুখের, ছুঁয়ে দেখলেন জাতীয় পুরস্কার

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ খান 


দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছে, বক্স অফিসে বাজিমাত করেছে একের পর এক সিনেমা। তবু 'বলিউড বাদশাহ' শাহরুখ খানের জীবনে একটা 'অপূর্ণতা' ছিল। অবশেষে সেই আক্ষেপও ঘুচেছে তার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ।

 দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা 'জওয়ান' - এ  অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেলেন তিনি। পুরস্কার গ্রহণের সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ - গলা শেরওয়ানি। চোখে রোদচশমা। জানা গেছে, মঙ্গলবারই  পোল্যান্ডে 'কিং' - এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ। এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে এসেছিল। সেরা অভিনেতা হিসেবে 'টুয়েলভথ ফেল' - এর জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি। এবারের দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছেন দক্ষিণী মহাতারকা মোহনলাল। 

দেশের প্রেক্ষাগৃহে জয়ার 'ফেরেশতে'

 প্রচারঃ ১২ঃ৪৭, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

জয়া আহসান 

দীর্ঘ তিন বছর অপেক্ষার পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সিনেমা 'ফেরেশতে'। বাংলাদেশ - ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন 'ফেরেশতে '। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন,স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে 'ফেরেশতে'। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশা চালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দম্পতিরা জীবনের গল্পে আছে সংগ্রাম,বঞ্চনা,টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। 

'ফেরেশতে' সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল - রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল - রশিদ ও ফয়সাল ইফরান। স্বামী - স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু , শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী সহ অনেকে। ২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে 'ফেরেশতে'। সিনেমায় রয়েছে 'প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে' শিরোনামের একটি গান । গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীত শিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি।  

শাহরুখ - কাজলের এক গানেই খরচ হয়েছিল ১০ কোটি টাকা

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

'গেরুয়া' গানের দৃশ্যে কাজল ও শাহরুখ খান 

শাহরুখ খান ও  কাজলের 'গেরুয়া' এখনও বলিউডের ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে। রোহিত শেঠির 'দিলওয়ালে' ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু 'গেরুয়া' গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে পর্দায় শাহরুখ খান ও কাজলের রসায়ন অনেককেই মনে করিয়ে দিয়েছে নব্বই দশকের কথা। সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান জানিয়েছেন 'গেরুয়া' নিয়ে অনেক অজানা কথা। 'শার্ক ট্যাংক ইন্ডিয়া' খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবার ও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, 'আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি 'গেরুয়া' শুট করেছিলেন। ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, 'তোমরা কি শাহরুখ - কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে ?' আশনির হেসে জবাব দেন, সিফন শাড়ি তো ছিল না আমাদের কাছে !' ফারাহ খান আরও জানান, 'আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা। আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শুটিং করেছিলাম, অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।' 


আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন,পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজ্যুয়াল সৌন্দর্য্য। তবে শুটিং ছিল কঠিন। কাজল স্মৃতিচারণা করে বলেছিলেন, 'তিনটি জ্যাকেট ও হুডি পরে দাড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।' শাহরুখ খান যোগ করেছিলেন, 'আমরা বরফখন্ডের ওপর শট করছিলাম,সেখান থেকে যেন পিছলে না যাই, সে জন্য আমাদের বেঁধে রাখা হয়েছিল। ফারাহ খান মজা করে আফসোসও করেছিলেন, 'কে বলল, আইসল্যান্ডে নাকি গ্রীষ্ম থাকে !' পরিচালক রোহিত শেঠিও সেই সময় মন্তব্য করেছিলেন, এটা একেবারেই সহনীয় নয়।' যদিও 'গেরুয়া'র পেছনে খরচ হয়েছিল সাত কোটি রুপি, তবে এটিই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান নয়। 'গেম চেঞ্জার' ছবির নির্মাতারা জানিয়েছেন, ছবির সাতটি গানের মধ্যে চারটির পেছনেই খরচ হয়েছে ৭৫ কোটি রুপি। গণেশ আচার্যের নৃত্যূ পরিচালনায় এই গানে অংশ নিয়েছেন এক হাজারের বেশি নৃত্যূশিল্পী। তবে বিপুল বাজেটের পরও গানগুলো দর্শকের মনে প্রত্যাশিত ছাপ ফেলতে পারেনি। চলতি বছরের শুরুতে মুক্তি পায় শংকরের সিনেমাটি। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটি সেভাবে ব্যবসা করতে পারেনি। 

নিজেকে নতুনভাবে প্রমাণের তাগিদ অনুভব করিঃ শ্রাবন্তী

 প্রচারঃ

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়ের সিনেমা 'দেবী চৌধুরাণী' পূজায় মুক্তি পাচ্ছে। এ সিনেমায় ঐতিহাসিক প্রেক্ষাপটে নারীপ্রধান চরিত্রে অভিনয় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার সিনেমা মুক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। শ্রাবন্তী বলেন, নিজেকে খুবই লাকি মনে হয়েছিল। সচরাচর তো নারীকেন্দ্রিক সিনেমা কম হয়, সেখানে এ রকম একটি চরিত্র  - অফারটা পেয়ে খুব এক্সাইটেড হয়েছিলাম। তিনি বলেন, ঐতিহাসিক ঘটনাক্রমের অবলম্বনে এখন দাঁড়িয়ে সিনেমা  তৈরি করা এবং সেখানে 'দেবী চৌধুরাণী' হিসেবে কাজের সুযোগ সত্যিই নিজেকে ভাগ্যবর্তী বলেই মনে হয়েছিল।

অভিনেত্রী বলেন, শ্রাবন্তী চট্রোপাধ্যায়, বরাবরই খুবই ইমোশনাল। নিজেরটা নিয়ে খুব কমই ভেবেছি। এবার একটু ভাবছি। তাই যদি আগের নিজেকে পরামর্শ দেওয়ার সুযোগ পেতাম, বলতাম  - নিজেরটা একটু ভাবা উচিত। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া উচিত। শ্রাবন্তী বলেন, তবে পাস্ট ইজ হিস্ট্রি। কারণ যেটা হয়ে গেছে, সেটা টাইমলাইনে ফিরে গিয়ে বিষয়গুলো বদলাতে পারব না। সে জন্য আমি আর অতীতকে কখনো বর্তমানে নিয়ে আসি না। আমার কাছে প্রেজেন্টই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অভিনেত্রী বলেন, অভিনয় জগতটাই  তো আমার সবকিছু। তিনি বলেন, এটা নিয়েই আমি ঘুমাই এবং জেগে থাকি। তাই এটা না থাকলে তো আমিও নেই । সে জন্যই দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে প্রমাণ করার তাগিদ বরাবর অনুভব করি।

শ্রাবন্তী বলেন, আমার যখন আট - নয় বছর বয়স, তখন থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছি। তারপরও একটা লম্বা যাত্রাপথ। এই পথচলা নিয়ে আমি থাকতে চাই এবং বাঁচতে চাই।

২২ দিনে কত আয় করল 'ধূমকেতু'

 প্রচারঃ ১০ঃ১০, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

দেব ও শুভশ্রী 

মুক্তির পর থেকে ২২ দিনে 'ধূমকেতু'র মোট আয়ের পরিমাণ কত, তা দর্শকদের সামনে তুলে ধরেছেন প্রযোজক রানা সরকার। তার দেওয়া তথ্য অনুসারে, ছবিটি মোট ২৩ ়৭৯ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই ২ কোটির বেশি টাকা ঘরে তুলেছিল ছবিটি, যা অ্যাডভান্স বুকিংয়ের ইতিবাচক ইঙ্গিত বহন করছিল। প্রথম চার দিনেই এর আয় ছাড়িয়েছিল ১০ কোটি টাকা, এবং দ্বিতীয় সপ্তাহে তা ২১ ়৩৬ কোটিতে পৌঁছায়।

তবে বক্স অফিস আয়ের এই তথ্য প্রকাশ করতে গিয়ে প্রযোজক রানা সরকার একটি রহস্য রেখেছেন। তিনি তার পোস্টে দেব, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সংগীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করলেও, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করেননি। এতে করে আবারও দেব - শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

পোস্টের ক্যাপশনে রানা সরকার লিখেছেন, '৩০ পার হবে কি? ' তিনি বলেছিলেন যদি ছবিটি ৩০ কোটি টাকার বেশি আয় করে, তবেই 'দেশু' চরিত্রটি ফিরে আসবে। এখন প্রশ্ন হলো, ৩০ কোটির মাইলফলক কি ছুঁতে পারবে 'ধূমকেতু'?  আর যদি তা হয়, তাহলে কি দর্শকরা ফের 'দেশু' ম্যাজিক দেখতে পাবে ? প্রসঙ্গত, একসময় পর্দার বাইরেও দেব - শুভশ্রীর প্রেম ছিল ওপেন সিক্রেট, যা পরে বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়। যদিও বিচ্ছেদের পরই তারা 'ধূমকেতু'তে কাজ করেছিলেন কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি ১০ বছর আটকে ছিল। অবশেষে সব বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শক মহলে নস্টালজিয়া ফিরে এসেছে।

ডুব দিয়ে কাঁদার ভেতর থেকে উঠতে হয়ঃ জয়া আহসান

 প্রচারঃ ১০ঃ৪০, ০৬ সেপ্টেম্বর, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ব্যক্তিজীবন নিয়ে প্রচুর কৌতূহল তাঁর ভক্ত -অনুরাগীদের। যদিও তাঁর অভিনয়ের গভীরতায় বুঁদ হয়ে যান দর্শকরা। তাঁর সৌন্দর্যের নিরিখেও সম সাময়িক অনেক অভিনেত্রীর চেয়ে এগিয়ে তিনি। তারপরও ব্যক্তিগত কষ্ট নিয়ে খুব বেশি কথা বলতে অভ্যস্ত নন, তবু কবিতায় যেন নিজের জীবনযুদ্ধের অজানা গল্পেই বললেন অভিনেত্রী।  

ছোটপর্দার টেলিভিশনে যাত্রা শুরুর পর দীর্ঘ পথ পেরিয়েছেন। মাঝে জীবনে ওঠাপড়া দেখেছেন বিস্তর। ১৩ বছরের দাম্পত্য জীবনে ভাঙন। তারপর থেকেই যেন 'একলা চল রে' নীতিতে বিশ্বাসী জয়া আহসান। এ মুহূর্তে হাতে তার প্রচুর কাজ। বাংলাদেশের 'তান্ডব' সিনেমায় অভিনয়ে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই কলকাতার 'পুতুল নাচের ইতিকথা' তেও সমাদৃত তার অভিনয়। তবে কোন সাফল্যই যে একদিনে আসেনি সেটাই জানালেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে জাহিদ হাসান নামে এক ব্যক্তির লেখা নিয়ে জয়া লিখেছেন, জীবনের কোন সফলতাই শাপলা ফুলের মতো নয় যে, পুকুরের ওপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিঁড়ে আনবে। জীবনের সফলতা শোল মাছ ধরার মতো, ডুব দিয়ে কাদার ভেতর থেকে ওঠাতে হয়। জয়া কখনো ঢাকাই শাড়ি পরে ছবি তুলে বিতর্কে জড়িয়েছেন, জীবনে খুশি থাকাটাই তার কাছে অগ্রাধিকার। তাই বাড়ির লোকজন, বাগান ও পোষ্যকে নিয়ে অবসর কাটান বলেই জানান অভিনেত্রী।   

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...