পূর্ণিমার স্মৃতিচারণা

 প্রচারঃ ১২ঃ৩০, ২০ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

পূর্ণিমা 

প্রয়াত নায়ক মান্নার সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেন পূর্ণিমা। সেসব সিনেমা দারুণ জনপ্রিয়তা  অর্জন করেছিল। সুপারডুপার  ব্যাবসাও করেছিল অনেক সিনেমা। কাজেই মান্নাকে মনে পড়াটাই পূর্ণিমার জন্য স্বাভাবিক। পূর্ণিমা বলেন, আমি বলব অনেক বেশি মনে পড়ে মান্না ভাইকে। মিস করার কথা যদি বলি তাহলে বলব, মান্নাকে খুব করে মিস করি। দুজন নায়ককে খুব মিস করি। প্রথমজন মান্না, দ্বিতীয় জন সালমান শাহ। মন খারাপ হলে মান্না ও আমার অভিনীত সিনেমা গুলোর গান ইউটিউবে দেখি। অনেক গান আছে। অনেক সিনেমা করেছি দুজনে। এমন কোন গান নেই যা শোনা হয়নি মান্না মারা যাওয়ার পর। বিশেষ করে মন খারাপ থাকলে বেশি বেশি শুনি। মান্নার সঙ্গে আমার শেষ সিনেমা 'পিতা মাতার আমানত'। এটিও ব্যাপক ব্যবসা সফল একটি সিনেমা। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এটি। আসলে স্মৃতির শেষ নেই। অনেক বছর একসঙ্গে কাজ করতে গিয়ে প্রচুর স্মৃতি আছে। ঢাকাই সিনেমায় শক্ত একটা অবস্থান গড়েছিলেন তিনি। সেসব সুন্দর স্মৃতি সব সময় মনে পড়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...