প্রচারঃ ১০ঃ০০, ২১ এপ্রিল,২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
কেটি পেরি |
মহাকাশ ভ্রমণে গেলেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিশিষ্ট মার্কিন ইন্টারনেট উদ্যেক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশ রকেটে চড়ে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করবেন জনপ্রিয় এ তারকা। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে উৎক্ষেপণ করা হয় নিউ শেপার্ড মহাকাশযানটি। মহাকাশ ভ্রমণে কেটি পেরির সঙ্গে জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ এবং সিবিএস উপস্থাপক গেইল কিংও অংশ নেন। এ ছাড়াও থাকবেন সাবেক নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বো, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশ যানটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। এর জন্য কোনো পাইলটের প্রয়োজন হয়নি এবং ক্রূদের ম্যানুয়ালি এটি পরিচালনার দরকার হচ্ছে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন