সমালোচিত মাহি

 প্রচারঃ ২ঃ৫৫, ২২ এপ্রিল, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামিরা খান মাহী 

অভিনেত্রী সামিরা খান মাহী সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্যূ পরিবেশনা করেছিলেন। সেখানে তাঁর পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে তুমুলভাবে সমালোচিত হয়েছেন। তাঁর এমন পোশাকে নিন্দা জানান, নেটিজেনরা। কেউ কেউ বলেছিলেন, তাঁর আরও অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি। এসব সমালোচনা নিয়ে আবার পাল্টা বক্তব্য দিলেও তাঁর পারফরম্যান্স নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু মাহি বলেন, ভিডিওটি যিনি পাবলিশ করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁকে এমনভাবে উপস্থাপন করেছেন। পুরো নাচের মধ্যে অনেক মুদ্রা ছিল; কিন্তু সেখান  থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। তবুও মাহির এমন বক্তব্য মেনে নিতে নারাজ নেটিজেনরা। তাঁকে নিয়ে তাদের বিতর্ক থেমে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...