আসছেন আমির

 প্রচারঃ ৩ঃ৪২, ২৭ এপ্রিল, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

আমির খান 

'লাল সিং চাড্ডা'র ব্যর্থতাঁর পর দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন বলিউডের মি ়পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। ২০০৭ সালে মুক্তি পায় তাঁর অভিনীত  সিনেমা 'তারে জামিন পায়'। এটি দর্শকের পছন্দের একটি সিনেমা ।  ১৮ বছর পর সিনেমাটির সিক্যুয়াল নিয়ে আসছেন আমির। নাম 'সিতারে জামিন পর'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন আমির। নাম 'সিতারে জামিন পার'। এটি মুক্তি পাবে আগামী জুনে। অর্থাৎ এ সিনেমা দিয়েই প্রায় চার বছর পর পর্দায় আসছেন এ অভিনেতা। বলা যায়, এটিই তাঁর কামব্যাক সিনেমা।

 শুরুতে ৩০ মে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পিছিয়ে ২০ জুন চুড়ান্ত করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। একই মাসে আরেক হিট সিনেমা 'হাউস ফুল'র পাঁচ নাম্বার সিক্যুয়াল মুক্তি পাবে। এটা পরিপূর্ণ কমেডি সিনেমা। তাই আমিরকে লড়াই করতে হবে এটির সঙ্গে। বর্তমানে এ অভিনেতা সিনেমাটির প্রচারণায় কাজে ব্যস্ত রয়েছেন। বলা হচ্ছে, ২০০৭ সালের পর আমিরের আরও একটি মাষ্টারপিস দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ভক্তরা। 'সিতারে জমিন পার'র থিয়েট্রিকাল ট্রেলার মুক্তি পাবে ১ মে। উল্লেখ্য, 'তারে জমিন পর' সিনেমাটি ইমোশনাল ও শিক্ষণীয় সিনেমা হলেও 'সিতারে জমিন পার' কমেডি ঘরানার বলে জানা গেছে । এ সিনেমায় আমির খানের সঙ্গে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন দর্শিল সাফারি ও জেনেলিয়া ।  এখন দেখার অপেক্ষা 'লাল সিং চাড্ডা'র দুঃখ কতটা ঘোচাতে পারে আমিরের এ সিনেমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...