গোল্ডেন গ্লোবে ভরসা নিকি

 প্রচারঃ ২ঃ৩০, ৩০ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্কঃ 

নিকি গ্লেজার 

আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার গোল্ডেন গ্লোবসের ৮২ তম আসর সঞ্চালনা করেছিলেন। জানুয়ারিতে অনুষ্ঠিত এ আসরে একক নারী হিসেবে আয়োজনটি সঞ্চালনা করে ইতিহাস গড়েন আমেরিকান নিকি। অনুষ্ঠানটি দারুণভাবে জমিয়ে রেখেছিলেন তিনি। যার ফলে আবারও তার ওপর ভরসা রাখল গোল্ডেন গ্লোব। আগামী আসর অর্থাৎ ৮৩তম গোল্ডেন গ্লোবেও সঞ্চালনার দায়িত্ব সামলাবেন নিকি। পুনরায় সঞ্চালকের দায়িত্ব পেয়ে নিকি গ্লেজার বলেন, 'গ্লোব সঞ্চালনার মতো আনন্দ ক্যারিয়ারে আর কিছুতে পাইনি। পুনরায় কাজটি করার জন্য মুখিয়ে আছি।' 

২০২৬ সালের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮৩তম আসর। এবারও আসরটি প্রচারিত হবে সিবিএস চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস - এ । গোল্ডেন গ্লোবের এ আসরের মনোনয়ন তালিকা প্রকাশিত হবে ৮ ডিসেম্বর। উল্লেখ্য,পশ্চিমা বিনোদন জগতের পুরস্কার মৌসুম শুরু হয় গোল্ডেন গ্লোব দিয়েই। এরপর যথাক্রমে অনুষ্ঠিত হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, অস্কারের মতো আয়োজন গুলো। তাই প্রথম হিসেবে গোল্ডেন গ্লোবের দিকে সবার নজর থাকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...