উচ্ছ্বাসে ভাসলেন মেহজাবীন

 প্রচারঃ ৯ঃ০০, ২ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

মেহজাবীন চৌধুরী 

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বর্তমান ব্যস্ততা সিনেমা ঘিরে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন অচিরেই ভালো কোন বার্তা দেবেন। অর্থাৎ, ক্যারিয়ারের তৃতীয় সিনেমার অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। গত বছরেই সিনেমায় অভিষেক হয়  তাঁর। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত  দ্বিতীয় সিনেমা 'প্রিয় মালতী'। সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন শঙ্খ দাস গুপ্ত। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা 'সাবা'। তবে দুটি সিনেমা নিয়েই এ অভিনেত্রী আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ও  প্রশংসিত হয়েছেন। পাশাপাশি অর্জন করছেন পুরস্কার। সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা নতুন এক অর্জনের খাতায় নাম লিখিয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে 'প্রিয় মালতি'। এমন অর্জনে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেহজাবীন। 

সামাজিক মাধ্যমে তাঁর ছাপ দেখা গেছে। এদিকে গত বছরের ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পায় এ সিনেমাটি। 'প্রিয় মালতী' দিয়েই সিনেমায় অভিষেক ঘটে মেহজাবীনের। দেড় দশকের ক্যারিয়ারে টিভি নাটক ও সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় আগের সবকিছুকে ছাপিয়ে গেছে বলে মত দিয়েছেন বিজ্ঞজনরা। 'প্রিয় মালতী' সিনেমাটি এর আগে 'কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' ও ভারতের 'গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' - এ  অফিসিয়ালি প্রদর্শিত হয়। এ ছাড়াও একাধিক উৎসবে অংশ নিয়েছে এটি। শিগগিরই তৃতীয় সিনেমার তথ্য নিয়ে সামনে আসবেন এ অভিনেত্রী। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

 প্রচারঃ ৩ঃ৫৫, ১২ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ পূজা চেরী  কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতিমধ্যেই প্রচারণা শুরু হয়েছে । এরমধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজ...