প্রচারঃ ১ঃ৪০, ০৩ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
নাজনীন নীহা |
বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। স্বল্প সময়ের ক্যারিয়ারে একাধিক আলোচিত নাটকে অভিনয় করে অর্জন করেছেন দর্শক প্রিয়তা। অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। সম্প্রতি বেশি আলোচনায় এসেছে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় করা তাঁর দুটি নাটক। ভালোবাসা দিবসে প্রচার আসে এ জুঁটির 'মন দুয়ারী' ও ঈদুল ফিতরে মুক্তি পায় 'মেঘ বালিকা'। দুটি নাটকেই অভাবনীয় সাড়া পান এ অভিনেত্রী। সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন 'মেঘের বৃষ্টি' নামে একটি নাটকের । এতে তার সহ অভিনেতা ফারহান আহমেদ জোভান। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
জানা গেছে, শিগগিরই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি হতে যাচ্ছে ঈদের পর এ অভিনেত্রীর প্রথম কাজ। আমেরিকা থেকে বিয়ে করার পরিকল্পনা নিয়ে দেশে এসে মেঘ দেখে, তাঁর পছন্দ করা ছবির পাত্রীর সঙ্গে বাস্তবের পাত্রীর কোনো মিল নেই। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে। এ প্রসঙ্গে নীহা বলেন, 'রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটিও তেমন একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে। আমি আশাবাদী আমার জন্য কাজগুলোর মতো এটিও দর্শক গ্রহণ করবেন ও ভালো সাড়া পাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন