প্রচারঃ ৮ঃ০০, ১৪ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
অজয় দেবগন |
অজয় দেবগন অভিনীত 'রেইড - ২' সিনেমাটি ১ মে মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। তবে অষ্টম দিনে এসে 'রেইড - ২'র আয় অনেকটাই কমেছে। 'স্যাকনিল্ক'র মতে, 'রেইড - ২' সিনেমাটি অষ্টম দিনে আনুমানিক আয় করেছে প্রায় ৫ ়১৫ কোটি রুপি। অষ্টম দিনে এসেছে অজয়ের সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৫ ়৬ ৫ কোটি রুপি। এর আগে বুধবার 'রেইড -২' সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪ ়৭৫ কোটি রুপি। 'স্যাকনিল্ক' জানিয়েছে সিনেমাটির আয় এরই মধ্যে বিশ্বব্যাপী আয় ১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে। বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ছিল ১২০ কোটি রুপি। আর ভারতীয় বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত ৯৫ ়৬৫ কোটি রুপি।
'স্যাকনিল্ক' আরও জানাচ্ছে, ১ মে মুক্তির প্রথম দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১৯ ়২৫ কোটি রুপি। ২ মে মুক্তির দ্বিতীয় দিনে 'রেইড - ২' সিনেমাটির আয় ছিল ১২ কোটি রুপি। ৩ মে মুক্তির তৃতীয় দিন 'রেইড -২র' আয় ছিল ১৮ কোটি রুপি। ৪ মে মুক্তির চতুর্থ দিন 'রেইড-২'র আয় ছিল ২২ কোটি রুপি। ৫ মে মুক্তির পঞ্চম দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ ়৫ কোটি রুপি। ৬ মে মুক্তির ষষ্ঠ দিনে 'রেইড -২'র আয় ছিল ৭ কোটি রুপি। ৭ মে মুক্তির সপ্তম দিনে 'রেইড- ২'র আয় ছিল ৪ ়৭ ৫ কোটি রুপি। ৮ মে মুক্তির অষ্টম দিনে 'রেইড - ২'র আয় ছিল ৫ ়১ ৫ কোটি রুপি।
'রেইড - ২' সিনেমার চিত্রনাট্য একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। এটি ইনকাম ট্যাক্স রেইডের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্রনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। রীতেশ দেশমুখ এ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। তবে এ চরিত্রে দারুণ অভিনয় করেছেন রীতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাঁশে দাঁড়িয়েছেন। রাজকুমার গুপ্ত 'রেইড - ২' সিনেমাটি পরিচালনা করেছেন, যিনি এর আগে 'রেইডে'র মত বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেছেন। এটির প্রযোজক হলেন ভূষণ কুমার,কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যারা টি - সিরিজ ও প্যানোরমা ষ্টুডিওসের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন