ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ - এ মিশু থাকছেন কি না, জানালেন অমি

 প্রচারঃ ৫ঃ৪০, ১৫মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

]

প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এর ফার্স্টলুক। দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার বিকেলে নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। যেখানে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবুর (চাষী আলম)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর ( মিশু সাব্বির )। এরপরই নেটিজেনদের প্রশ্নঃ তাহলে কি 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ - এ থাকছেন না মিশু সাব্বির? বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। এই নির্মাতা জানালেন, ব্যাচেলর পয়েন্টে শুভ থাকছেন। তবে স্বশরীরে নয়।

অমির কথায়, 'মিশু তো বর্তমানে কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে,  এমনও  কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিও কলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।' এই নির্মাতা বললেন, 'অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।' উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬ তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় 'ব্যাচেলর পয়েন্ট সিজন ৪'।  শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫ এর জন্য অপেক্ষা। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর সে অপেক্ষার অবসান ঘটছে, সঙ্গে পাশা, কাবিলা, হাবু ভাইদের দেখা যাবে নতুন গল্পে। ইতোমধ্যেই শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই নাটকের তারকারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

 প্রচারঃ ২ঃ২০,২৩ মে, ২০২৫  অনলাইন ডেস্কঃ সকালে কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল  নতুন ছবি 'মা...