মুক্তি পেল জয়ার নতুন সিনেমা

 প্রচারঃ ১১ঃ১০, ১৬ মে, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

জয়া আহসান 

করোনাকালে যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই শুরু হয়েছিল 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং। পাঁচ বছর আগের সেই সময়ের স্মৃতি  নিয়ে নির্মিত এই সিনেমাটি অবশেষে আজ (১৬ মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মহসিনা আক্তার। সিনেমার গল্প নিয়ে পরিচালক পিপলু আর খান জানান, 'জয়া আর শারমিন' মূলত জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান -পতনের গল্প। কোভিড - ১৯ মহামারীর সময় দুই নারী এক বাড়িতে আটকে পড়ে একসাথে কাটাতে বাধ্য হন। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধন, কিন্তু বাইরের ভয়াবহ বাস্তবতা সেই সম্পর্কের ওপর ছায়া ফেলে। সিনেমাটি বন্ধুত্ব,ভয়, সাহস আর হারানোর অনুভূতির একটি আন্তরিক আখ্যান। চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত, অনুভূতির একটি আন্তরিক আখ্যান। 

চলচ্চিত্রটি নিয়ে জয়া আহসান বলেন, দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা এটি। আমাদের অন্তর্জগতের ঘাত - প্রতিঘাত আর অনুক্ত,অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্র একটা সিনেমা। কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে। জয়া আরও বলেন, তখন অনেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। আমরা বেঁচে গেলেও অস্থির একটা সময় পার করে এসেছি। করোনার সময় সব বন্ধ ছিল। শুটিং করা সহজ ছিল না। তারপরও আমরা সিদ্ধান্ত নিলাম যে, 'জয়া আর শারমিন' সিনেমার শুটিং করার। শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন করি। মাত্র ১৫দিনে সীমিত একটি ইউনিট নিয়ে মহামারির মধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয় । অভিনয়ে ছিলেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনায় পিপলু আর খান এবং জয়া আহসান। আজ থেকে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে ভেঙে যায় সালমান - ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

 প্রচারঃ ১ঃ৪০, ১১ অক্টোবর, ২০২৫  অনলাইন ডেস্কঃ সালমান খান ও ঐশ্বরিয়া রায়  বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া র...