প্রচারঃ ৬ঃ০৫, ১৭ মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি 'কিং' এর শুটিং। ছবিতে থাকছে বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে। তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি। বলিউডের একটি সূত্র অনু্যায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে 'কিং' অবতার ! এমনকী 'জওয়ান', 'ডাঙ্কি'র পর ফের ব্লকব্লাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু। আর সে জন্য নাকি 'কিং' ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমড়ের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই 'কিং' ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন