প্রচারঃ ২ঃ১০, ২৬মে, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
সম্রাট |
প্রয়াত নায়করাজ রাজ্জাকের পুত্র ঢাকাই সিনেমার নায়ক সম্রাট। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে তিনি। তবে মাঝেমধ্যে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সম্প্রতি তিনি বলেন, আমি মনে করি, শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত নয়। যদি রাজনীতি করতেই হয় তাহলে অভিনয়ের ক্যারিয়ারটা বাদ দিয়ে রাজনীতিকে নতুন একটা কাজ হিসেবে নিয়ে করতে হবে । সম্রাট আরও বলেন, চাটুকারিতা করা শিল্পীদের কাজ নয়। একসময় দেখা যেত বাইরের লোকদের নিয়ে মালা দেওয়া হতো। অনেকের সঙ্গে ছবি তুলতে বলা হতো। এটা শিল্পীদের কাজ নয়। আমাদের সময় তো এমন ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। কারণ আমাদের মধ্যে সুবিধা নেওয়ার মনোভাব ছিল না। আর এটা করতে গিয়েই ঝামেলা তৈরি হয়েছে। শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, তিনি সত্যিই আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য অনেক কষ্ট করেছেন। পরিশ্রম করে তিনি আজ নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হয়। তাকে দেখছি নানা চরিত্রে নিজেকে যেভাবে ফুটিয়ে তুলছেন তা অনবদ্য। একসময় আমার বাবা এবং ওই সময়ের অনেক অভিনেতা এটি করেছেন বলে তারা কিংবদন্তি হয়ে আছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন