হারিয়ে যাচ্ছেন মধুমিতা !

 প্রচারঃ ১ঃ৫০, ২৮মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

মধুমিতা 

ইন্ডাস্ট্রিতে দেড় দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এত বছর পরও তাকে দেখলে 'পাখি'র কথাই মনে আসে দর্শকের। সেই রেশ যেন এখনো কাটেনি। মাঝে অনেক ওয়েব সিরিজ, সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু বক্স অফিসে এখনো নায়িকার তেমন দাপট দেখা যায়নি সেভাবে। সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেও যে তার তেমন 'দাপুটে উপস্থিতি' দেখা যায়, তেমনটা একেবারেই নয়। ফিল্মি পার্টি থেকেও তিনি দূরে থাকেন। তাহলে কোথায় হারিয়ে গেলেন মধুমিতা ? এক মাস আগে  মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'। সেই ছবিতেও যে নায়িকার অভিনয় খুব প্রভাব ফেলেছে, তেমনটা নয়। টলিপাড়ার তথাকথিত নামজাদা পরিচালকদের পছন্দের তালিকায় কি এত বছরেও নিজের জায়গা করে নিতে পারলেন না নায়িকা ? তার সটান উত্তর, সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। মধুমিতা বললেন, এতদিন যেসব পরিচালক আমায় কাস্ট করেছেন। সুতরাং কোন পরিচালকের আমায় পছন্দ হলো বা হলো না সেটা আমার হাতে নেই। নায়িকার সাফ জবাব, তিনি সারাক্ষণ নিজেকে জাহির করতে পারবেন না। এ মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত তিনি। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...