প্রচারঃ ১ঃ ৫২, ০১ জুন, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিষ্টিনা |
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গেনায় গতকাল ৩১মে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫ - এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগের বারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা। ১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ২২ বছর বয়সী সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাজু ও দ্বিতীয় রানারআপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন