প্রচারঃ ১ঃ২০, ২ জুন, ২০২৫
অনলাইন ডেস্কঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত 'শিরোনাম' সিনেমাটি। নিরব বলেন, 'ঈদে আসার মতো শক্তিশালী গল্প সিনেমায় আছে বলেই এত ছবির মধ্যেও ঈদেই আসছি। সিনেমায় গল্পের বিষয়বস্তু নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ঈদের অন্য সিনেমাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারব বলেই ঈদে আসছি। বিগত ঈদগুলোতে দেখেছি কিছু সিনেমা মুক্তি থেকে সরে যায়। আর এখন ঈদ ছাড়া মানুষ সিনেমা দেখে না। সে কারণে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া একেবারে নতুন ধরনের গল্প নিয়ে আসছি। সিনেমায় অনেক ভালো কিছু রয়েছে। ঈদে দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির। সিনেমায় নায়িকা নিয়েও চমক রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন