অনুতপ্ত মালাইকা

 প্রচারঃ ২ঃ ৫০,  ০১ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

মালাইকা চৌধুরী 

আবারও নাটকে মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তিনি অভিনয় করেছেন 'অনুতপ্ত' নামের একটি নাটকে। এর আগে মালাইকা প্রথম অভিনয় করেছিলেন 'সন্ধিক্ষণ' ও ক্ষতিপূরণ নামের দুটি নাটকে যেখানে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান ও ইয়াশ রোহান। দুটি নাটকই নির্মাণ করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 'অনুতপ্ত' নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এবং এটি প্রযোজনা করেছেন রাজ। নির্মাতা বলেন, 'এটি একটি পরিবারের গল্প, যেখানে বাবার দায়িত্ববোধ এবং ছেলে ও তরুণ - তরুণীর সম্পর্ক, দুই দিকই উঠে এসেছে। গল্পটি সহজেই দর্শকদের ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।' নাটকটিতে মালাইকার বাবা - মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও আছেন শীবা শানু, তানজিম হাসান অনিক প্রমুখ। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্র গ্রহণে ছিলেন রাজু রাজ। 'অনুতপ্ত' নাটকটি শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবের 'সিনেমাওয়ালা' চ্যানেলে। 


মৌ খানের 'চাইল্ড অব দ্য স্টেশন'

 প্রচারঃ ১০ঃ৫৫, ২৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

মৌ খান 

এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু। এখন সিনেমায় নিয়মিত অভিনয় করছেন মৌ। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ছোট পর্দায়ও। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত 'ব্যাড বাজ পোলাপান' শিরোনামের একটি নাটকের। সামনে আরও একাধিক নাটক - সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানা গেছে। এদিকে, এই নায়িকার নির্মাণাধীন রয়েছে 'চাইল্ড অব দ্য স্টেশন' নামের একটি সিনেমা। চলতি বছরের মার্চে সিনেমাটির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । শিগগিরই বাকি অংশের কাজ শেষ করবেন বলে জানিয়েছেন মৌ। মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে সিনেমার গল্প। শ্রাবণী চরিত্রে অভিনয় করেছি । বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে । চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। 

তিন সংসার, তিন বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস শ্রাবন্তী

 প্রচারঃ ৯ঃ১৫, ২৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শ্রাবন্তী চট্রোপাধ্যায় 

তিনবার বৈবাহিক জীবনে ভাঙন এলেও বিয়ে ও ভালোবাসার প্রতি আস্থা হারাননি টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্রোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের অতীত ভুল হলেও তিনি এখনও মনে করেন - বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান এবং তাতে বিশ্বাস রাখা উচিত। শ্রাবন্তী বলেন, "আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ, আমি আমার বাবা - মাকে দেখেছি। যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন,একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখেন - এটাই কামনা করি।" কিন্তু কেন তিনটি দাম্পত্য সম্পর্কই টেকেনি?  উত্তরে শ্রাবন্তীর অকপট স্বীকারোক্তি - "আমার ভুল ছিল আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। আবেগে ভেসে গিয়েছিলাম। এখন বাস্তবতাকে গুরুত্ব দেওয়া জরুরি। নিজের ভালো থাকা এবং সম্মান বজায় রাখাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।" তিনি আরও বলেন,  "একটাই জীবন। কে কী বলছে ,তা নিয়ে ভাবলে চলবে না।" নিজের মন যা বলছে, সেটাই করা উচিত।" প্রসঙ্গত, ১৮ বছর হওয়ার আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। তাদের একমাত্র ছেলে ঝিনুক (অভিমন্যু)। পরে সেই সম্পর্ক বিচ্ছেদে গড়ায় ২০১৬ সালে। এরপর দ্বিতীয়বার কিষাণ ব্রজ এবং তৃতীয়বার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে সম্পর্কগুলোও টেকেনি। চলতি বছরের এপ্রিল মাসে রোশনের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ হয় তার। 

তাহসানের আবারও বিয়ের দরকার ছিল নাঃ মন্দিরা চক্রবর্তী

 প্রচারঃ ৩ঃ৪৬, ২৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খানকে নিয়ে অভিমান ঝরলো অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কন্ঠে। এক সময় প্রকাশ্যে তাহসানকে 'ক্রাশ' বলেছিলেন মন্দিরা। আর এবার তাহসানের বিয়ে নিয়ে হালকা আক্ষেপের সুরেই জানালেন - 'তাহসানের আবার বিয়ের কী দরকার ছিল? ' সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের নতুন সিনেমা  নীলচক্র ও অন্যান্য কাজ নিয়ে কথা বলার সময় তাহসান প্রসঙ্গে প্রশ্ন করা হলে মজার ছলেই পাল্টা প্রশ্ন করেন মন্দিরা, 'কে যেন?  ওহ তাহসান।' উপস্থাপক তাঁকে মনে করিয়ে দিলে তিনি হেসে বলেন, 'হ্যাঁ ,ওর তো বিয়ে হয়ে গেছে । তাই ভুলে গেছি !' সাক্ষাৎকারে খানিকটা আফসোসের সুরে মন্দিরা বলেন, 'কী দরকার ছিল বিয়ে করার ? তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।' এরপর আবার হেসে পরিস্থিতি হালকা করে দেন। তবে নিজের অনুভূতির ব্যাখা দিতে গিয়ে মন্দিরা স্পষ্ট করে বলেন, 'একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব। ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়াম কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।' উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন তাহসান খান। এর আগে তিনি দীর্ঘদিন একা ছিলেন সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর। অন্যদিকে, ২০১২ সালে টেলিভিশন রিয়ালিটি শো সেরা নাচিয়ে - তে রানার - আপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন মন্দিরা চক্রবর্তী। এরপর নাটকে কাজ করার পর ২০২৪ সালে 'কাজলরেখা' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।    

মিঠুন ভক্ত আঁখি

 প্রচারঃ ১০ঃ৫৫, ২৪ জুন , ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আঁখি আলমগীর 

সংগীত জগতের প্রিয়নাম আঁখি আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন। এখনো সমানতালে গান গেয়ে যাচ্ছেন, পাশাপাশি ব্যস্ত রয়েছেন দেশ - বিদেশে  স্টেজ শো নিয়ে। এদিকে জানা গেল, তিনি মিঠুন চক্রবর্তী ও টম ক্রূজের একজন ভক্ত।  সম্প্রতি ৭৫ - এ পা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাই প্রিয় অভিনেতার প্লাটিনাম জয়ন্তীতে পুরো অ্যালবামের বেশ কিছু ছবি শেয়ার করেছেন আঁখি। যেখানে তিনি ফ্রেমবন্দি হয়েছেন জীবন্ত কিংবদন্তী মিঠুন চক্রবর্তীর সঙ্গে । এরপর তিনি তাঁকে নিয়ে কিছু স্মৃতি রোমন্থন করে বলেন, 'উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের সম্মানে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললেন। আমরা সবাই রেডি, আব্বুও রেডি। হঠাৎ আব্বুর কোনো এক মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন,পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভিশন মন খারাপ হয়েছিল। গোপনে কান্নাও করেছিলাম। এরপর ২০০৬  সালে লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি। গ্রিন রুমে গল্প শুনলাম উনার, উনার সঙ্গে সবার ছবি আমিই তুলে দিলাম। কারণ আমি সব সময় ভালো ক্যামেরা ক্যারি করতাম। আমি যে উনার কতবড় ফ্যান এবং উনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা, নিউমার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙ্গিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলিনি। ওগুলো কম হয়  আমাকে দিয়ে। কুশল বিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কি না, কেন করি না, তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোনায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সঙ্গে একই স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপ্লূত করে রেখেছিল।

রাজের ভিন্ন কৌশল

 প্রচারঃ ২ঃ৩০, ২৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শরিফুল রাজ  

জনপ্রিয় মডেল - অভিনেতা শরিফুল রাজ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা 'ইনসাফ'। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অ্যাকশন অবতারে দেখা গেছে রাজকে। মুক্তির পর থেকেই  সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখছেন, নিজে শুনছেন তাঁর চরিত্রটি নিয়ে ভালো লাগার গল্প। দর্শকের হলে ফেরা নিয়ে তিনি বলেন, 'মুক্তি পাওয়া সব ধরনের সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে যাচ্ছে। এটা অনেক বড় 'পজিটিভ সাইন'। হ্যাঁ, এটা ঠিক সারা বছর হয়তো এমন হবে না, কিন্তু এখন যা হচ্ছে, সেটাও তো কম না। আমি আশাবাদী।' অন্যদিকে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে রাজের নিদিষ্ট কৌশল রয়েছে। সে বিষয়ে তিনি জানান, 'ব্যবসায়িকভাবে সফল হবে, এই চিন্তা করে আমি কোনো সিনেমা হাতে নিই না। আমি চেস্টা করি গল্পটা বুঝতে। আমার অভিনীত অনেক সিনেমা ভালো ব্যবসা করেছে, কিন্তু সেটা আমার একার কৃতিত্ব নয়। নির্মাতাদের পরিশ্রম আর ভালো গল্পই আসল বিষয়। আমি শুধু চেস্টা করি, চরিত্রটিকে নিজের ভিতর ধারণ করতে। সেটা ধারণ করতে, সব ধরণের পরিশ্রম করতে প্রস্তুত থাকি। ' রাজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আমার নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে কাস্ট করেন, তারা বিশ্বাস করেই করেন। আমি চেস্টা করি, সেই বিশ্বাসটাকে পর্দায়  প্রমাণ করতে। আমার সব সিনেমাই যে হিট হয়েছে তা নয়। সব সিনেমা হিট হবেও না। কিন্তু আমি চাই, প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দিই। ইনসাফের বেলায়ও সেই চেস্টা ছিল। এতে অনেক ঝুকিপূর্ণ শট ছিল। চেস্টার কারণে সেগুলো কিন্তু সহজ হয়ে গেছে ।'  

     

বিরক্ত সামান্থা

 প্রচারঃ  ৪ঃ০০, ২১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামান্থা রুথ প্রভু 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যে নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি 'সিটাডেল ঃ হানি বানি' ছবিতে দেখা যাওয়া সামান্থা এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল ফোন কানে নিয়ে তিনি কারও সঙ্গে কথা বলেছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, 'দয়া করে থামুন, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন। সামান্থার এসব আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন,'নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। কেউবা প্রশ্ন তুলেছেন, 'একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোথা থেকে আসে ?' অনেকেই তাঁকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।  

তারিক আনামে মুগ্ধতা

 প্রচারঃ ৫ঃ১৫, ২০ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তারিক আনাম 

ঈদের দুটি নাটকে অভিনয়  করে নিজের জাত চিনিয়েছেন নাট্যজন তারিক আনাম খান। নাটক দুটি হলো হাসান রেজাউলের 'বাবার ছায়া' এবং তপু খানের 'সম্মান'। কাব্য হাসানের গল্পে 'বাবার ছায়া' নাটকে তারিক আনাম খানকে দেখা গেছে দারোয়ান চরিত্রে। গল্পটি বাবাকে নিয়ে। বাবা নামক বট গাছের ছায়া যার মাথার ওপর নেই সে শুধু বোঝে পৃথিবী কত কঠিন। বাবা নাইটগার্ড, সন্তানকে লেখাপড়া করাতে তাঁর সব পরিশ্রম। কিন্তু সন্তান কি বাবাকে বুঝবে। বাবা যা পছন্দ করে না তা থেকে সন্তান কি বিরত থাকবে ? নাটকটিতে বাবা ও কন্যার মধ্যকার যে আবেগ সেটি সফলভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। নাটকটির নির্মাণ, অভিনয়,গান,সংলাপগুলো দর্শককে মুগ্ধ করেছে। অন্যদিকে একজন নীতিবান শিক্ষক ও তাঁর প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শন করার গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটক 'সম্মান'। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। এ নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। ছাত্রের ভূমিকায় আছেন ফারহান জোভান। জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।  

নীহার বৃহস্পতি তুঙ্গে

 প্রচারঃ ৩ঃ৪৫, ১৯ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

নাজনীন নাহার নীহা 

বৃহস্পতি এখন তুঙ্গে ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। কারণ এ মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে তার অভিনীত দুটি নাটক। দর্শক জনপ্রিয়তায় ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়ে শীর্ষে রয়েছে তার কোরবানি ঈদে মুক্তি পাওয়া নাটক 'আশিকি'। নীহা অভিনীত ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আরও একটি নাটক হলো 'ঘ্রাণ'। নীহা বলেন, প্রথমেই দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ এত ব্যস্ততার মাঝেও তারা আমার অভিনীত নাটক দেখছেন।  তিনি আরও বলেন, আমি অনেক কম কাজ করি,তার পরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আর্শীবাদ। শোবিজপাড়ায় খুব অল্প সময়ের ক্যারিয়ার অভিনেত্রী নাজনীন নাহার নীহার। ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর 'লাভ সেমিস্টার' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে মায়াবতী,মেঘের বৃষ্টি, মন দুয়ারী, মেঘ বালিকা ইত্যাদি। অল্প সময়ের ব্যবধানে একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

স্মৃতিকাতর সম্রাট

 প্রচারঃ ৩ঃ০৫, ১৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

প্রিয় বাবা নায়করাজ রাজ্জাককে নিয়ে এখনো স্মৃতিকাতর হয়ে পড়েন পুত্র সম্রাট। সম্রাট বলেন, খেতে বসলে বাবার চেয়ারের দিকে তাকিয়ে থাকি। প্রতিদিন দুপুর বেলায় খাবার সময় বাবাকে বেশি মনে পড়ে। বাবাকে তো প্রতি মুহূর্তে মিস করি। কিন্তু কিছু কিছু সময় একটু বেশি মিস করি। তখন কষ্ট পাই। মন খারাপ হয়। তিনি বলেন, দুপুর বেলা বাবা খেতে বসে আমাকে ফোন করতেন। ফোন করে বলতেন, তোমার কি দেরী হবে ? আমি কি খেয়ে নেব ?  যদি বলতাম অফিসে দেরি হচ্ছে, তাহলে তিনি খেয়ে নিতেন। আবার যদি বলতাম অপেক্ষা করো, তাহলে তাই করতেন। এছাড়া রাতের বেলা একা খেতেন না। সবাইকে নিয়ে খেতে বসতেন। এ স্মৃতিগুলো খুব ভাবায়। সম্রাট বলেন, জীবনের সেরা মুহূর্ত গুলো  কাটিয়েছি বাবার সঙ্গে। জানি, ওই মুহুর্তগুলো ফিরে পাব না। মনে করেই বাকি দিন গুলো কাটাব।  আবেগাল্পুত সম্রাট আরও বলেন, আমাকে ছাড়া বাবা কোথাও যেতেন না।  ঘুরতে যাওয়া, হাসপাতালে -  সবখানে আমাকেই যেতে হবে। সম্রাট বলেন, জীবনের শেষ দিকে বাবা শিশুর মতো নরম হয়ে পড়েছিলেন। ওষুধ খেতে চাইতেন না। আমি কিংবা আমার স্ত্রী মিলে ওষুধ খাওয়াতাম। বাবার সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো ছিল। মসজিদে,হাসপাতালে,হাঁটতে বের হলে মনে সবখানে আমাকে নিয়ে যেতেন। ভাইবোনদের মধ্যে আমিই ছোট। স্নেহও করতেন খুব আমাকে।       

লজ্জায় লাল রাশমিকা

 প্রচারঃ ১০ঃ০৭, ১৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

রাশমিকা মান্দানার 

দীর্ঘদিন ধরে প্রেম চলছে বিজয় দেবেরাকোন্ডা - রাশমিকা মান্দানার মধ্যে। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে নায়িকা বলেই ফেললেন, বিজয় তার সব। এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন, বিজয় দেবেরাকোন্ডা তার কাছে কী? থমকে যান নায়িকা। যেন দ্বিধা,বলবেন কী বলবেন না। তার পরেই হেসে ফেলে বলেন, আমার সব। 'আমার সবকিছু নিয়ে উনি আমার।' কথা ফোরানোর আগেই লজ্জায় লাল তার কন্ঠরোধ করছে। হাসি দিয়ে কোনোমতে সামলেছেন নিজেকে। রাশমিকার প্রত্যেকটি কথা মাইকে স্পষ্ট। আসলে অনেকদিন ধরেই দক্ষণী বিনোদন মহলে গুঞ্জন - প্রেমে আছেন বিজয় - রাশমিকা। কখনো সমাজমাধ্যমে তার আভাস দিয়েছেন চর্চিত যুগল। কখনো এড়িয়ে গেছেন। এ  প্রথম রাশমিকা প্রকাশ্যে নিজের অনুভূতি জানালেন। সম্প্রতি হবু শাশুড়ি নাকি শাড়ি দিয়ে আর্শীবাদ করেছেন তাকে।                                       

কোন কারণে পার্টি এড়িয়ে চলেন কারিনা

 প্রচারঃ ৬ঃ৪৭, ১৬ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

কারিনা কাপুর খান 

ক্যারিয়ারে আড়াই দশক পূর্ণ করা বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর তার জীবন যাপন নিয়ে দারুণ সচেতন। নড সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে  দুই সন্তানের মা কারিনা তার ক্যারিয়ার আর ফিটনেস রুটিন নিয়ে কথা বলেছেন। ৪৫ বছর বয়সী কারিনা বলেছেন, তিনি জীবন বেঁধেছেন নিয়মে। রাতের খাবার খেয়ে নেন সন্ধ্যা ছয়টার মধ্যে। ঘুমিয়ে পড়েন রাত ৯টার ভিতরে। আর শরীর চর্চা শুরু করেন ভোরের আলো ফোটার আগে। তখন অনেকেরই হয়ত ঘুম ভাঙে না। কারিনা জানিয়েছেন, তিনি এখন পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার বন্ধুরা জানেন আমি আর কোন পার্টিতে থাকি না। তারা সেটা মেনেও নিয়েছেন। কারিনার ভাষ্য,মা হওয়ার পর তিনি শরীর চর্চার গুরুত্ব ভালো ভাবে বুঝতে পেরেছেন। কোভিড মহামারীর পর তিনি শরীরচর্চা নিয়ে বেশি কাজ করেছেন। কারিনা জানান, আমি বুঝতে পেরেছি ফিটনেস বিষয়টা কেবল শারীরিক সৌন্দর্যের জন্য নয়। এটি মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি। যদি কোনদিন ব্যায়াম বাদ যায়, তাহলে মেজাজ খারাপ হয়ে যায়। শরীরচর্চা তাকে শান্ত রাখে বলে জানিয়েছেন কারিনা।

আমিরের শেষ সিনেমার ইঙ্গিত

 প্রচারঃ ১২ঃ ২০, ১৫ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

আমির খান 

ভারতের হিন্দি সিনেমা ইন্ডাষ্ট্রির অভিনেতা আমির খান তার শেষ কাজের ইঙ্গিত দিয়েছেন। এই অভিনেতা বলেছেন, "সিতারে জামিন পার" মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে। সেটি হলো 'মহাভারত' সিনেমার কাজ। হিন্দুস্তান টাইমস লিখেছে, 'মহাভারত'কে নিজের স্বপ্নের কাজ বলে বর্ণনা করেছেন আমির। তিনি বলেন, আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত।

এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়। ৫৯ বছর বয়সী আমির বলেছেন, মহাকাব্যটির গভীরতা ও জটিলতা হয়ত তাকে এমন এক স্তরে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ তিনি অনুভব করবেন না। হয়ত মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না নিশ্চিত, তবে এমনই মনে হচ্ছে । পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন আমির। আমির বর্তমানে 'সিতারে জামিন পার' সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমায় আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। 'সিতারে জামিন পার'  সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন। এই ১০ জন হলেন আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শার্মা,আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। 

মুক্তির প্রথম দিনে কত আয় করল 'হাউজফুল ৫'

 প্রচারঃ ৭ঃ৫৮, ১৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি  সিনেমা 'হাউজফুল ৫' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৬ জুন) মুক্তি পেয়েই বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ব্যবসায়িক দিক দিয়ে এটি অক্ষয় কুমারের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে। বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি, আর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি রুপি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। তথ্যসূত্র 'স্যাকনিল্ক' - এর একটি  প্রতিবেদন ।


 সিনেমার বিশাল তারকার তালিকায় রয়েছেন - অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা ছাড়াও সঞ্জয় দত্ত,ফারদিন খান,শ্রেয়াস তলপড়ে,নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং,সোনম বাজওয়া, চাঙ্কিপান্ডে ও জনি লিভার। অক্ষয় কুমারের এ বছর মুক্তি পাওয়া অপর দুটি সিনেমা 'স্কাই ফোর্স' ও 'কেসরি চ্যাপ্টার - ২' - এর মধ্যে 'কেসরি - ২' মুক্তির দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। সে তুলনায় 'হাউজফুল  ৫' প্রথম দিনের আয়ে অক্ষয়ের আগের সব সিনেমা ছাড়িয়ে গেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা 'সূর্যবংশী'র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি। এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে 'হাউজফুল ৫'।

ঢালিউড অভিনেত্রী রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ নেটদুনিয়া

 প্রচারঃ ৮ঃ১০, ১১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

                                                                                 রোজিনা 

ঢালিউড চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, তার সফলতার গন্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও - ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রোজিনা। শুধু অভিনয়শৈলীতে নয়,ইন্ডাষ্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ছুটি কাটাচ্ছেন গ্রামেই। শেকড়ের টানেই এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা - এমনকি এক অনুরাগীর গান শোনা - সবই মুহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ - সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না। আবার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়  - চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন - দেশের বাড়িতে কান্না করছি ছোট মাছের চচ্চরি  আর বোয়াল মাছে ঝোল। প্রবাদ রয়েছে - 'যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে' - আর তারই বাস্তব উদাহারণ দিলেন রোজিনা। অভিনেত্রী এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।  

শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশালঃ সাবিলা নূর

 প্রচারঃ ৩ঃ৪৫, ১০ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শাকিব খান ও সাবিলা নূর 

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। এরপর টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করেন। 'ইউটার্ন' ছিল তার অভিনীত প্রথম নাটক। এরপর অসংখ্য নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নাম লেখায় ওটিটিতেও। সেখানে আলোচিত সব কনটেন্ট উপহার দিয়েছেন এ অভিনেত্রী। ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন সাবিলা। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা 'তান্ডব'। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা। সঙ্গে ছিল সাবিলার তান্ডবের টিম। 

সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন, চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের দিন ) পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, প্রথম সিনেমাতে শাকিব  খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল। মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা। 

সাবিলা আরও বলেন, আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম। উল্লেখ্য,ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা 'তান্ডব'। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা ়এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।  


নানাবাড়িতে পরীমনির ঈদ, কুড়ালেন আম

 প্রচারঃ ৮ঃ ৩২, ৯ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পরীমনি  

পরীমনি এবার কুরবানির ঈদ কাটিয়েছেন নানাবাড়িতে। কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়াতে ছুটলেন তিনি। ঠিক ছেলেবেলার মতো কতটা আনন্দে মেতেছিলেন পরীমনি। সোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের ছোটদের নিয়ে নানার বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম,কাঠাল, জামরুল কুড়িয়েছেন পরীমনি। ঠোঁটে লেগে চওড়া হাসি। সঙ্গী তার পোষ্য কুকুরটিও। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, এই যে জীবনের এতো সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায় ! # নানুবাড়ী। প্রসঙ্গত, কয়েকবছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। 

আনকাট সেন্সর ছাড়পত্র পেল 'টগর'

 প্রচারঃ ৬ঃ ১০, ৬ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পূজা চেরী ও আদর আজাদ 

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকায় আলোচিত সিনেমা 'টগর' পেয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট অর্থাৎ কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এ ছবিটির পরিচালক আলোক হাসান। 'টগর' - এ সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়নের গল্প তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী,অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যর প্রশংসা কুঁড়িয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতি জানিয়েছেন, 'আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত।' সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 'টগর' ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।  

মোশাররফ আর রাজকে নিয়ে চমকে দিলেন ফারিণ

 প্রচারঃ ৯ঃ৫৩, ৫ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

'আকাশেতে লক্ষ তারা ২ ়০ গানের দৃশ্য ভিডিও থেকে 

তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্থ দর্শকেরা। তাঁকে 'পাশের বাড়ি মেয়ে' হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় 'ইনসাফ' - এর টিজারে দেখা মিলেছে 'অচেনা ফারিণ' - এর। এবার সিনেমার গান 'আকাশেতে লক্ষ তারা ২ ়০' - এ  দেখা মিলল আবেদনময়ী ফারিণের। আজ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের  সিনেমার গানটি। ড্যান্স নম্বরটির হুকলাইন 'আকাশেতে লক্ষ তারা' নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। 'কুলি' সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কন্ঠ দিয়েছিলেন এন্ড্রকিশোর ও রিজিয়া পারভিন। পর্দায় ছিল ওমরসানি ও পপির দুরন্ত রসায়ন।

'আকাশেতে লক্ষ তারা ২ ়০' গানের দৃশ্য। ভিডিও থেকে  

 ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। 'ইনসাফ' এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা শওকত আলী ইমন। গেয়েছেন মিলা। গানটিতে নেচে - গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে ফারিণকে। তবে কেবল ফারিণ নন, গানটিতে শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতিও ছিল বড় চমক। এ  ধরণের গানে এভাবে তাঁদেরও আগে পাওয়া যায়নি। সন্ধ্যায় নিজের ফেসবুকে গানটি শেয়ার করে ফারিণ লিখেছেন, 'ইইইয়াহ্'। গানে 'অচেনা ফারিণ'কে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, 'মাত্র দেখে আসলাম, গানের সাথে মিউজিকের সাথে ফারিণের ড্যান্স এককথায় অসাধারণ।' কিছুদিন আগে সাক্ষাৎকারে ফারিণ বলেছেন, প্রথমবারে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান,শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করছেন।  

এবারও তারকা আড্ডায় হাজির হচ্ছেন মিম

 প্রচারঃ ৯ঃ ৩০, ৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বিদ্যা সিনহা মিম 

গত তিন বছর ধরে ঈদে কোন সিনেমা নেই বিদ্যা সিনহা মিমের। যদিও এর মধ্যে একাধিক সিনেমায় অভিনয় করেছেন, এবং মুক্তিও পেয়েছে। কিন্তু সেগুলো ঈদে নয়। তবে বড় পর্দায় না থাকলেও ঈদে ছোট পর্দায় হাজির থাকেন এ নায়িকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হাজির হচ্ছেন নাগরিক টিভির একটি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের পসরা সাজিয়েছে নাগরিক টেলিভিশন। নাটক, সিনেমার পাশাপাশি শোবিজ তারকাদের অংশগ্রহনে রয়েছে একাধিক অনুষ্ঠান। ঈদে এসব অনুষ্ঠানে অংশ নেবেন ১৪ জন তারকা অভিনেত্রী। জানা গেছে, ঈদের টানা সাতদিন প্রচার শুরু হবে 'তারকা আড্ডা' ও 'তারায় তারায়' নামে দুটি অনুষ্ঠান। আর দুই অনুষ্ঠানে প্রতিদিন দুইজন অভিনেত্রী উপস্থিত থাকবেন। প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে 'তারকা আড্ডা'। মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঈদের দিন উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। এতে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, 'অনুষ্ঠানে নিজের জীবন,ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' একই অনুষ্ঠানের দ্বিতীয় দিন কেয়া পায়েল, তৃতীয় দিন তমা মির্জা, চতুর্থ দিন সুনেরা বিনতে কামাল, পঞ্চম দিন মিম মানতাসা, ষষ্ঠ দিন তাবাসুম ছোঁয়া এবং সপ্তম দিন শিরিন আক্তার শিলা উপস্থিত থাকবেন। এদিকে নীল হুরে জাহানের সঞ্চালনায় 'তারায় তারায়, অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ১০টায়। এতে ঈদের দিন উপস্থিত থাকবেন শবনম বুবলী। দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন,পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন উপস্থিত থাকবেন রুকাইয়া জাহান চমক।    

ঈদে চরকিতে আসছে 'বরবাদ', 'দাগি', 'চক্কর ৩০২', ও 'জংলি'

 প্রচারঃ ৬ঃ২০, ৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ



ঈদে চরকিতে আসছে শাকিব খানের 'বরবাদ', আফরান নিশোর 'দাগি', মোশাররফ করিমের 'চক্কর ৩০২', এবং সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চরকি। চার সিনেমা নিয়ে চরকির এ  আয়োজনের নাম দেওয়া হয়েছে 'বিরাট গরুর হাট' পাওয়ার্ড বাই গ্রামীণফোন। কোন ছবি কবে আসবে, তা শিগগিরই জানানো হবে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, 'ঈদের সময় দর্শকেরা আনন্দ করতে চায়, ভালো সময় কাটতে চায়, পরিবার - স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়, ভালো সময় কাটাতে চায়, পরিবার স্বজনদের নিয়ে ভালো সিনেমা দেখতে চায়।দর্শকদের এই চাওয়াকে গুরুত্ব দিয়েই চরকির এমন পরিকল্পনা।' তিনি আরও বলেন, 'রোজার ঈদে যে সিনেমাগুলো নিয়ে দর্শকের সবচেয়ে উন্মাদনা ছিল, তার সবই এবার চরকিতে। দেশের অনেক জায়গাতে প্রেক্ষাগৃহ নেই বা সব সিনেমা প্রদর্শিত হয়নি । অনেক দর্শক সব সিনেমা দেখার সুযোগ পায়নি। তারাও এখন খুব সহজে সিনেমাগুলো দেখতে পারবে।'  

ঈদে কেন নিরব

 প্রচারঃ ১ঃ২০, ২ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত 'শিরোনাম' সিনেমাটি। নিরব বলেন, 'ঈদে আসার মতো শক্তিশালী গল্প সিনেমায় আছে বলেই এত  ছবির মধ্যেও ঈদেই আসছি। সিনেমায় গল্পের বিষয়বস্তু নিয়ে আমরা আত্মবিশ্বাসী। ঈদের অন্য সিনেমাগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারব বলেই ঈদে আসছি। বিগত ঈদগুলোতে দেখেছি কিছু সিনেমা মুক্তি থেকে সরে যায়। আর এখন ঈদ ছাড়া মানুষ সিনেমা দেখে না। সে কারণে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া একেবারে নতুন ধরনের গল্প নিয়ে আসছি। সিনেমায় অনেক ভালো কিছু  রয়েছে। ঈদে দর্শক যেমন গল্প দেখতে চায়, তেমনই একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে শুটিং চলছে সিনেমাটির। সিনেমায় নায়িকা নিয়েও চমক রয়েছে।

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...