শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ


পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বিভক্ত। অথচ মানুষে মানুষে এত ভেদাভেদ না হলে পৃথিবী আরও শান্তির হতো। এ ভাবনায় গান লিখেছেন শামীম রেজা। 'মানুষপন্থী' শিরোনামের এ গানের সুর করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজনে খান শায়েক। গানটি দ্বৈত কন্ঠে গেয়েছেন শান সায়েক ও লুৎফর হাসান। লুৎফর হাসান বলেন, লিরিকটা হাতে পেয়েই মনে হচ্ছিল এটা শুধুই গান নয়, এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এ গান নিয়ে কাজ করা জরুরি। শান সায়েক বলেন, 'চমৎকার লিরিক। এই গানের সঙ্গী হতে পেরে ভালো লাগছে। 'মানুষপন্থী' শিরোনামের গানটি জুলাই মাসের শুরুতে প্রকাশ পাবে লুৎফর হাসানের  ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও দেশি - বিদেশি একাধিক অডিও প্ল্যাটফর্মে গানটি শোনা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...