ঢালিউড অভিনেত্রী রোজিনার গ্রাম্য সরল জীবনে মুগ্ধ নেটদুনিয়া

 প্রচারঃ ৮ঃ১০, ১১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

                                                                                 রোজিনা 

ঢালিউড চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। শুধু তাই নয়, তার সফলতার গন্ডি ছাড়িয়েছে দেশের বাইরেও - ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের অভিনয়শৈলী। সত্তর থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন রোজিনা। শুধু অভিনয়শৈলীতে নয়,ইন্ডাষ্ট্রির ব্যবসায়িক সাফল্যেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সময়ের পরিক্রমায় হয়তো লাইমলাইট থেকে খানিক দূরে, তবে ভালোবাসায় একটুও ভাটা পড়েনি এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মেয়ে রোজিনা এবারের ছুটি কাটাচ্ছেন গ্রামেই। শেকড়ের টানেই এবারের ঈদ পালন করলেন নিজ গ্রামে। আর সেখানে তার ঘুরে বেড়ানো, নিজ হাতে রান্না করা - এমনকি এক অনুরাগীর গান শোনা - সবই মুহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাথায় কালো ওড়না, চোখে সানগ্লাস পরে গ্রামের একটি টং দোকানের বেঞ্চে বসে এক অনুরাগীর গান শুনছেন রোজিনা। তার গানের প্রশংসাও করেন তিনি। তার এমন সহজ - সরল উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের, তা বলার অপেক্ষা রাখে না। আবার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রোজিনা। যেখানে দেখা যায়  - চুল খোঁপা করে বাঁধা, হাতে খুন্তি, মাটির চুলায় বসানো কড়াইয়ে রান্না করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন - দেশের বাড়িতে কান্না করছি ছোট মাছের চচ্চরি  আর বোয়াল মাছে ঝোল। প্রবাদ রয়েছে - 'যে চুল বাঁধতে জানে, সে রাঁধতেও জানে' - আর তারই বাস্তব উদাহারণ দিলেন রোজিনা। অভিনেত্রী এই সরল জীবনের প্রতি তার ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...