মুক্তির প্রথম দিনে কত আয় করল 'হাউজফুল ৫'

 প্রচারঃ ৭ঃ৫৮, ১৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি  সিনেমা 'হাউজফুল ৫' মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। তরুণ মনসুখানি পরিচালিত এই সিনেমাটি শুক্রবার (৬ জুন) মুক্তি পেয়েই বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি। ব্যবসায়িক দিক দিয়ে এটি অক্ষয় কুমারের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে। বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, শুধু ভারতে সিনেমাটি প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি, আর মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি রুপি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ১২ কোটি রুপি। তথ্যসূত্র 'স্যাকনিল্ক' - এর একটি  প্রতিবেদন ।


 সিনেমার বিশাল তারকার তালিকায় রয়েছেন - অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা ছাড়াও সঞ্জয় দত্ত,ফারদিন খান,শ্রেয়াস তলপড়ে,নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং,সোনম বাজওয়া, চাঙ্কিপান্ডে ও জনি লিভার। অক্ষয় কুমারের এ বছর মুক্তি পাওয়া অপর দুটি সিনেমা 'স্কাই ফোর্স' ও 'কেসরি চ্যাপ্টার - ২' - এর মধ্যে 'কেসরি - ২' মুক্তির দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। সে তুলনায় 'হাউজফুল  ৫' প্রথম দিনের আয়ে অক্ষয়ের আগের সব সিনেমা ছাড়িয়ে গেছে। ২০২১ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সুপারহিট সিনেমা 'সূর্যবংশী'র প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি। এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে 'হাউজফুল ৫'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...