প্রচারঃ ১২ঃ ২০, ১৫ জুন, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
আমির খান |
ভারতের হিন্দি সিনেমা ইন্ডাষ্ট্রির অভিনেতা আমির খান তার শেষ কাজের ইঙ্গিত দিয়েছেন। এই অভিনেতা বলেছেন, "সিতারে জামিন পার" মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে। সেটি হলো 'মহাভারত' সিনেমার কাজ। হিন্দুস্তান টাইমস লিখেছে, 'মহাভারত'কে নিজের স্বপ্নের কাজ বলে বর্ণনা করেছেন আমির। তিনি বলেন, আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত।
এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়। ৫৯ বছর বয়সী আমির বলেছেন, মহাকাব্যটির গভীরতা ও জটিলতা হয়ত তাকে এমন এক স্তরে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ তিনি অনুভব করবেন না। হয়ত মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না নিশ্চিত, তবে এমনই মনে হচ্ছে । পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন আমির। আমির বর্তমানে 'সিতারে জামিন পার' সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সিনেমায় আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। 'সিতারে জামিন পার' সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন। এই ১০ জন হলেন আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শার্মা,আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন