লজ্জায় লাল রাশমিকা

 প্রচারঃ ১০ঃ০৭, ১৭ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

রাশমিকা মান্দানার 

দীর্ঘদিন ধরে প্রেম চলছে বিজয় দেবেরাকোন্ডা - রাশমিকা মান্দানার মধ্যে। সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশ্যে নায়িকা বলেই ফেললেন, বিজয় তার সব। এক সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করেন, বিজয় দেবেরাকোন্ডা তার কাছে কী? থমকে যান নায়িকা। যেন দ্বিধা,বলবেন কী বলবেন না। তার পরেই হেসে ফেলে বলেন, আমার সব। 'আমার সবকিছু নিয়ে উনি আমার।' কথা ফোরানোর আগেই লজ্জায় লাল তার কন্ঠরোধ করছে। হাসি দিয়ে কোনোমতে সামলেছেন নিজেকে। রাশমিকার প্রত্যেকটি কথা মাইকে স্পষ্ট। আসলে অনেকদিন ধরেই দক্ষণী বিনোদন মহলে গুঞ্জন - প্রেমে আছেন বিজয় - রাশমিকা। কখনো সমাজমাধ্যমে তার আভাস দিয়েছেন চর্চিত যুগল। কখনো এড়িয়ে গেছেন। এ  প্রথম রাশমিকা প্রকাশ্যে নিজের অনুভূতি জানালেন। সম্প্রতি হবু শাশুড়ি নাকি শাড়ি দিয়ে আর্শীবাদ করেছেন তাকে।                                       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...