স্মৃতিকাতর সম্রাট

 প্রচারঃ ৩ঃ০৫, ১৮ জুন, ২০২৫  

অনলাইন ডেস্কঃ

সম্রাট 

প্রিয় বাবা নায়করাজ রাজ্জাককে নিয়ে এখনো স্মৃতিকাতর হয়ে পড়েন পুত্র সম্রাট। সম্রাট বলেন, খেতে বসলে বাবার চেয়ারের দিকে তাকিয়ে থাকি। প্রতিদিন দুপুর বেলায় খাবার সময় বাবাকে বেশি মনে পড়ে। বাবাকে তো প্রতি মুহূর্তে মিস করি। কিন্তু কিছু কিছু সময় একটু বেশি মিস করি। তখন কষ্ট পাই। মন খারাপ হয়। তিনি বলেন, দুপুর বেলা বাবা খেতে বসে আমাকে ফোন করতেন। ফোন করে বলতেন, তোমার কি দেরী হবে ? আমি কি খেয়ে নেব ?  যদি বলতাম অফিসে দেরি হচ্ছে, তাহলে তিনি খেয়ে নিতেন। আবার যদি বলতাম অপেক্ষা করো, তাহলে তাই করতেন। এছাড়া রাতের বেলা একা খেতেন না। সবাইকে নিয়ে খেতে বসতেন। এ স্মৃতিগুলো খুব ভাবায়। সম্রাট বলেন, জীবনের সেরা মুহূর্ত গুলো  কাটিয়েছি বাবার সঙ্গে। জানি, ওই মুহুর্তগুলো ফিরে পাব না। মনে করেই বাকি দিন গুলো কাটাব।  আবেগাল্পুত সম্রাট আরও বলেন, আমাকে ছাড়া বাবা কোথাও যেতেন না।  ঘুরতে যাওয়া, হাসপাতালে -  সবখানে আমাকেই যেতে হবে। সম্রাট বলেন, জীবনের শেষ দিকে বাবা শিশুর মতো নরম হয়ে পড়েছিলেন। ওষুধ খেতে চাইতেন না। আমি কিংবা আমার স্ত্রী মিলে ওষুধ খাওয়াতাম। বাবার সঙ্গে আমার সম্পর্ক বেশি ভালো ছিল। মসজিদে,হাসপাতালে,হাঁটতে বের হলে মনে সবখানে আমাকে নিয়ে যেতেন। ভাইবোনদের মধ্যে আমিই ছোট। স্নেহও করতেন খুব আমাকে।       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...