তারিক আনামে মুগ্ধতা

 প্রচারঃ ৫ঃ১৫, ২০ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

তারিক আনাম 

ঈদের দুটি নাটকে অভিনয়  করে নিজের জাত চিনিয়েছেন নাট্যজন তারিক আনাম খান। নাটক দুটি হলো হাসান রেজাউলের 'বাবার ছায়া' এবং তপু খানের 'সম্মান'। কাব্য হাসানের গল্পে 'বাবার ছায়া' নাটকে তারিক আনাম খানকে দেখা গেছে দারোয়ান চরিত্রে। গল্পটি বাবাকে নিয়ে। বাবা নামক বট গাছের ছায়া যার মাথার ওপর নেই সে শুধু বোঝে পৃথিবী কত কঠিন। বাবা নাইটগার্ড, সন্তানকে লেখাপড়া করাতে তাঁর সব পরিশ্রম। কিন্তু সন্তান কি বাবাকে বুঝবে। বাবা যা পছন্দ করে না তা থেকে সন্তান কি বিরত থাকবে ? নাটকটিতে বাবা ও কন্যার মধ্যকার যে আবেগ সেটি সফলভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। নাটকটির নির্মাণ, অভিনয়,গান,সংলাপগুলো দর্শককে মুগ্ধ করেছে। অন্যদিকে একজন নীতিবান শিক্ষক ও তাঁর প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শন করার গল্প নিয়ে আবর্তিত হয়েছে নাটক 'সম্মান'। আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। এ নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। ছাত্রের ভূমিকায় আছেন ফারহান জোভান। জোভানের বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...