বিরক্ত সামান্থা

 প্রচারঃ  ৪ঃ০০, ২১ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

সামান্থা রুথ প্রভু 

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যে নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি 'সিটাডেল ঃ হানি বানি' ছবিতে দেখা যাওয়া সামান্থা এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল ফোন কানে নিয়ে তিনি কারও সঙ্গে কথা বলেছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, 'দয়া করে থামুন, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন।' গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধু করুন। সামান্থার এসব আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন,'নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে। কেউবা প্রশ্ন তুলেছেন, 'একের পর এক ফ্লপ সিনেমার পরও এমন মনোভাব কোথা থেকে আসে ?' অনেকেই তাঁকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...