রাজের ভিন্ন কৌশল

 প্রচারঃ ২ঃ৩০, ২৩ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

শরিফুল রাজ  

জনপ্রিয় মডেল - অভিনেতা শরিফুল রাজ। ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা 'ইনসাফ'। সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমাটিতে অ্যাকশন অবতারে দেখা গেছে রাজকে। মুক্তির পর থেকেই  সিনেমাটি নিয়ে হলে হলে ঘুরছেন। দর্শকদের উচ্ছ্বাস দেখছেন, নিজে শুনছেন তাঁর চরিত্রটি নিয়ে ভালো লাগার গল্প। দর্শকের হলে ফেরা নিয়ে তিনি বলেন, 'মুক্তি পাওয়া সব ধরনের সিনেমা দেখতে মানুষ সিনেমা হলে যাচ্ছে। এটা অনেক বড় 'পজিটিভ সাইন'। হ্যাঁ, এটা ঠিক সারা বছর হয়তো এমন হবে না, কিন্তু এখন যা হচ্ছে, সেটাও তো কম না। আমি আশাবাদী।' অন্যদিকে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে রাজের নিদিষ্ট কৌশল রয়েছে। সে বিষয়ে তিনি জানান, 'ব্যবসায়িকভাবে সফল হবে, এই চিন্তা করে আমি কোনো সিনেমা হাতে নিই না। আমি চেস্টা করি গল্পটা বুঝতে। আমার অভিনীত অনেক সিনেমা ভালো ব্যবসা করেছে, কিন্তু সেটা আমার একার কৃতিত্ব নয়। নির্মাতাদের পরিশ্রম আর ভালো গল্পই আসল বিষয়। আমি শুধু চেস্টা করি, চরিত্রটিকে নিজের ভিতর ধারণ করতে। সেটা ধারণ করতে, সব ধরণের পরিশ্রম করতে প্রস্তুত থাকি। ' রাজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আমার নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। যারা আমাকে কাস্ট করেন, তারা বিশ্বাস করেই করেন। আমি চেস্টা করি, সেই বিশ্বাসটাকে পর্দায়  প্রমাণ করতে। আমার সব সিনেমাই যে হিট হয়েছে তা নয়। সব সিনেমা হিট হবেও না। কিন্তু আমি চাই, প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দিই। ইনসাফের বেলায়ও সেই চেস্টা ছিল। এতে অনেক ঝুকিপূর্ণ শট ছিল। চেস্টার কারণে সেগুলো কিন্তু সহজ হয়ে গেছে ।'  

     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...