এবারও তারকা আড্ডায় হাজির হচ্ছেন মিম

 প্রচারঃ ৯ঃ ৩০, ৪ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ

বিদ্যা সিনহা মিম 

গত তিন বছর ধরে ঈদে কোন সিনেমা নেই বিদ্যা সিনহা মিমের। যদিও এর মধ্যে একাধিক সিনেমায় অভিনয় করেছেন, এবং মুক্তিও পেয়েছে। কিন্তু সেগুলো ঈদে নয়। তবে বড় পর্দায় না থাকলেও ঈদে ছোট পর্দায় হাজির থাকেন এ নায়িকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হাজির হচ্ছেন নাগরিক টিভির একটি অনুষ্ঠানে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের পসরা সাজিয়েছে নাগরিক টেলিভিশন। নাটক, সিনেমার পাশাপাশি শোবিজ তারকাদের অংশগ্রহনে রয়েছে একাধিক অনুষ্ঠান। ঈদে এসব অনুষ্ঠানে অংশ নেবেন ১৪ জন তারকা অভিনেত্রী। জানা গেছে, ঈদের টানা সাতদিন প্রচার শুরু হবে 'তারকা আড্ডা' ও 'তারায় তারায়' নামে দুটি অনুষ্ঠান। আর দুই অনুষ্ঠানে প্রতিদিন দুইজন অভিনেত্রী উপস্থিত থাকবেন। প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে 'তারকা আড্ডা'। মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ঈদের দিন উপস্থিত থাকবেন বিদ্যা সিনহা মিম। এতে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, 'অনুষ্ঠানে নিজের জীবন,ক্যারিয়ার নিয়ে কথা বলেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' একই অনুষ্ঠানের দ্বিতীয় দিন কেয়া পায়েল, তৃতীয় দিন তমা মির্জা, চতুর্থ দিন সুনেরা বিনতে কামাল, পঞ্চম দিন মিম মানতাসা, ষষ্ঠ দিন তাবাসুম ছোঁয়া এবং সপ্তম দিন শিরিন আক্তার শিলা উপস্থিত থাকবেন। এদিকে নীল হুরে জাহানের সঞ্চালনায় 'তারায় তারায়, অনুষ্ঠানটি প্রচার হবে প্রতিদিন রাত ১০টায়। এতে ঈদের দিন উপস্থিত থাকবেন শবনম বুবলী। দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন,পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন উপস্থিত থাকবেন রুকাইয়া জাহান চমক।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শান - লুৎফরের যুদ্ধ বিরোধী গান

 প্রচারঃ ৭ঃ০০, ৪ জুলাই, ২০২৫  অনলাইন ডেস্কঃ পৃথিবীতে চলছে অশান্তির যুদ্ধ। সর্বত্র হানাহানির আশঙ্কা। বিভিন্ন দেশ ও জাতি ভিন্ন ভিন্ন আদর্শে বি...