প্রচারঃ ৯ঃ৫৩, ৫ জুন, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
'আকাশেতে লক্ষ তারা ২ ়০ গানের দৃশ্য ভিডিও থেকে |
তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্থ দর্শকেরা। তাঁকে 'পাশের বাড়ি মেয়ে' হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় 'ইনসাফ' - এর টিজারে দেখা মিলেছে 'অচেনা ফারিণ' - এর। এবার সিনেমার গান 'আকাশেতে লক্ষ তারা ২ ়০' - এ দেখা মিলল আবেদনময়ী ফারিণের। আজ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমার গানটি। ড্যান্স নম্বরটির হুকলাইন 'আকাশেতে লক্ষ তারা' নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। 'কুলি' সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কন্ঠ দিয়েছিলেন এন্ড্রকিশোর ও রিজিয়া পারভিন। পর্দায় ছিল ওমরসানি ও পপির দুরন্ত রসায়ন।
![]() |
'আকাশেতে লক্ষ তারা ২ ়০' গানের দৃশ্য। ভিডিও থেকে |
ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। 'ইনসাফ' এর গানটি লিখেছেন সুদীপ কুমার। সংগীত পরিচালনা শওকত আলী ইমন। গেয়েছেন মিলা। গানটিতে নেচে - গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে ফারিণকে। তবে কেবল ফারিণ নন, গানটিতে শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতিও ছিল বড় চমক। এ ধরণের গানে এভাবে তাঁদেরও আগে পাওয়া যায়নি। সন্ধ্যায় নিজের ফেসবুকে গানটি শেয়ার করে ফারিণ লিখেছেন, 'ইইইয়াহ্'। গানে 'অচেনা ফারিণ'কে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, 'মাত্র দেখে আসলাম, গানের সাথে মিউজিকের সাথে ফারিণের ড্যান্স এককথায় অসাধারণ।' কিছুদিন আগে সাক্ষাৎকারে ফারিণ বলেছেন, প্রথমবারে পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান,শুটিংয়ের পুরোটা সময় খুব উপভোগ করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন