প্রচারঃ ৬ঃ ১০, ৬ জুন, ২০২৫
অনলাইন ডেস্কঃ
![]() |
পূজা চেরী ও আদর আজাদ |
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকায় আলোচিত সিনেমা 'টগর' পেয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের আনকাট অর্থাৎ কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত এ ছবিটির পরিচালক আলোক হাসান। 'টগর' - এ সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপোড়নের গল্প তুলে ধরা হয়েছে মানবিক আবেগের মাধ্যমে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ছবিটির নির্মাণশৈলী,অভিনয় এবং চিত্রনাট্যের বস্তুনিষ্ঠতা বোর্ড সদস্যর প্রশংসা কুঁড়িয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক এক বিবৃতি জানিয়েছেন, 'আমরা দর্শকদের কাছে ছবিটি সম্পূর্ণ রূপে উপস্থাপন করতে পারছি বলে আনন্দিত।' সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। গান, ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। 'টগর' ঈদুল আজহার দিন থেকেই দেশের শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সংস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন