নানাবাড়িতে পরীমনির ঈদ, কুড়ালেন আম

 প্রচারঃ ৮ঃ ৩২, ৯ জুন, ২০২৫ 

অনলাইন ডেস্কঃ 

পরীমনি  

পরীমনি এবার কুরবানির ঈদ কাটিয়েছেন নানাবাড়িতে। কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়াতে ছুটলেন তিনি। ঠিক ছেলেবেলার মতো কতটা আনন্দে মেতেছিলেন পরীমনি। সোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের ছোটদের নিয়ে নানার বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম,কাঠাল, জামরুল কুড়িয়েছেন পরীমনি। ঠোঁটে লেগে চওড়া হাসি। সঙ্গী তার পোষ্য কুকুরটিও। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, এই যে জীবনের এতো সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায় ! # নানুবাড়ী। প্রসঙ্গত, কয়েকবছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ডিভোর্স গুঞ্জনের মাঝে এয়ারপোর্টে দেখা মিলল গোবিন্দের

 প্রচারঃ ১১ঃ ০৫, ২৩ আগস্ট, ২০২৫  অনলাইন ডেস্কঃ ৩৭ বছরের দাম্পত্যের ইতি টানতে চলেছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা - এখন এমনই চর্...